Styling Tips: পুরনো লেহেঙ্গায় নতুন চমক আনবেন কীভাবে?

পুরনো লেহেঙ্গায় নতুন চমক আনবেন কীভাবে? লেহেঙ্গা কেনা বা তৈরির সময় কোন কোন দিক খেয়াল রাখবেন? কী কী স্টাইলিং হ্যাক্স দিয়ে সেটা নতুনভাবে পরা যায়? লেহেঙ্গায় ফিউশন লুক ক্রিয়েট করবেন কীভাবে? টিপস দিলেন ডিজাইনার সরোজ জালান।

পুরনো লেহেঙ্গায় নতুন চমক আনবেন কীভাবে?

অনেক মহিলারাই বিয়ের সময় বা রিসেপশন পার্টিতে ল্যাহেঙ্গা পড়তে পছন্দ করেন। কিন্তু সেই ল্যাহেঙ্গা এরপর দীর্ঘসময় পড়ে থাকবে আলমারিতে, এই ভেবে অনেকেই ল্যাহেঙ্গা কিনতে চাননা। কিন্তু নানা অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন স্টাইলে ল্যাহেঙ্গা পড়তে পারেন আপনি।

১। লেহেঙ্গার সঙ্গে মানানসই জ্যাকেট পরতে পারেন। যেমন, নেট বা সুতির জ্যাকেট, অথবা ডিজাইনার জ্যাকেট
২। লেহেঙ্গার সঙ্গে একরঙা শার্ট, প্রিন্টেড শার্ট, অথবা স্ট্রাইপড শার্ট পরতে পারেন
৩। লেহেঙ্গার সঙ্গে অন্য রঙের ওড়না ব্যবহার করুন। যদি লেহেঙ্গা ভারী রঙের হয়, সেক্ষেত্রে হালকা রঙের ওড়না ব্যবহার করলে পোশাকটি হালকা দেখায়
৪। ক্যানক্যান ছাড়া লেহেঙ্গা পরুন
৫। লেহেঙ্গার ব্লাউজ অন্য শাড়ীর সঙ্গে পরতে পারেন

এটা শেয়ার করতে পারো

...

Loading...