ঘুরতে যাওয়ার আগে ব্যাকপ্যাক করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? ডেস্টিনেশন বুঝে কীভাবে পোশাক বাছাই করা প্রয়োজন? স্টাইল নাকি কমফোর্ট- কোনটায় বেশি গুরুত্ব দেওয়া উচিত? মহিলাদের ট্র্যাভেলিং আউটফিট নিয়ে টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার কৌশিকী ঘোষাল (Kausiki Ghosal, Fashion Designer)
হাইলাইটসঃ
১। বর্তমান সময়ের কোন স্টাইল খুব ট্রেন্ডিং?
২। স্টাইল নাকি কমফোর্ট- কোনটায় বেশি গুরুত্ব দেওয়া উচিত?
৩। ডেস্টিনেশন বুঝে কীভাবে পোশাক বাছাই করা প্রয়োজন?
ঘুরতে যাওয়ার জন্য ব্যাকপ্যাক করার সময় নির্দিষ্ট কী কী বিষয় মাথায় রাখতে হবে?
ব্যাকপ্যাক করার সময় মনে রাখতে হবে যে, কোন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। সেখানকার আবহাওয়ার উপর নির্ভর করে ব্যাকপ্যাক করতে হবে। সেই অনু্যায়ী পোশাকও নির্বাচন করতে হবে। কিন্তু অবশ্যই সেই প্যাকিং স্মার্ট হতে হবে।
টিপসঃ ব্যাগপ্যাক করার সময় জামা কাপড় ভাঁজ না করে রোল করে নিলে পোশাকে ভাঁজ পড়ার সম্ভাবনা থাকেনা।
স্টাইল নাকি কমফোর্ট- কোনটায় বেশি গুরুত্ব দেওয়া উচিত?
কমফোর্ট -এর সাথে স্টাইলিং যোগ করতে হবে। আরামদায়ক পোশাকের মাধ্যমেই আপনি পছন্দের সাজে সেজে উঠতে পারেন। বর্তমানে এয়ারপোর্ট লুকস খুব ট্রেন্ডিং। শুধুমাত্র ওয়েস্টার্ন পোশাক নয়, ইন্ডিয়ান পোশাকের মাধ্যমেও আপনি এয়ারপোর্ট লুক ক্রিয়েট করতে পারেন।
ডেস্টিনেশন বুঝে কীভাবে পোশাক বাছাই করা প্রয়োজন?
এক্ষেত্রে মিক্স এন্ড ম্যাচ বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এমন পোশাক সিলেক্ট করতে হবে, যা অন্য পোশাকের সাথে ম্যাচ করে পরা যাবে। তার ফলে একই পোশাকের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইল করা সম্ভব হবে।
শীতকালে কোথাও ঘুরতে গেলে উলের পোশাক ও গ্রীষ্মকালে কোথাও ঘুরতে গেলে সুতির পোশাক তালিকায় রাখাটা খুব জরুরী।
সমুদ্রে ও পাহাড়ে কোন পোশাক সবথেকে বেস্ট?
সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য কাফতান ড্রেস, ম্যাক্সি ড্রেস, র্যাপ ড্রেস ইত্যাদি পোশাক পরতে পারেন। রঙের ক্ষেত্রে প্যাস্টেল কালার বা ফ্লোরাল প্রিন্ট খুব ভালো লাগবে।
পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য লেয়ার জ্যাকেট, কার্গো প্যান্ট খুব ভালো পছন্দ। এর সঙ্গে স্কার্ফ বা মাফলার পরতে পারেন।
বর্তমান সময়ের কোন স্টাইল খুব ট্রেন্ডিং?
বর্তমানে ওভারসাইজ লুক খুব ট্রেন্ডিং। এটি আরামদায়ক ও স্টাইলিস।