পাকস্থলীর ক্যানসার কেন হয়? উপসর্গগুলি কী কী? এই রোগের নেপথ্যে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস কতটা দায়ী? পাকস্থলীর ক্যানসার সম্পূর্ণ নিরাময় সম্ভব? পরামর্শ দিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ ঐন্দ্রিলা বিশ্বাস (Dr Oindrila Biswas, MBBS, MS, Mch(Surgical Oncology)
হাইলাইটসঃ
১। পাকস্থলীর ক্যানসার কেন হয়?
২। এই রোগের প্রধান লক্ষণ কী কী?
৩। এই রোগ থেকে কী সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব?
পাকস্থলীর ক্যানসার কেন হয়?
পাকস্থলীর ক্যানসার দুটি কারণে হয়। প্রথমটি জেনেটিক, অর্থাৎ জিনগতভাবে এটি শরীরে প্রভাব বিস্তার করে। যাদের পরিবারের কোন সদস্যের ৫০ বছর বয়সের পূর্বে পাকস্থলীর ক্যানসারের হিস্ট্রি রয়েছে তাদের পরিবারে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই রোগ দেখা দিতে পারে।
দ্বিতীয়টি হল নন- মডিফায়েড। Helicobacter pylori Infection এই রোগের একটি অন্যতম কারণ। এটিকে সাধারণত Gastritis বলা হয়, যা পরবর্তীকালে ক্যানসারের রূপ ধারণ করে। এটি সাধারণত অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হয়। অপরিষ্কার তৈলাক্ত খাবার বা পোড়া খাবার খাওয়ার ফলে এই রোগ হতে পারে।
এই রোগের প্রধান লক্ষণ কী কী?
পাকস্থলী ক্যানসারের প্রথমদিকের লক্ষণগুলি খুব সাধারণ থাকে, যা বেশিরভাগ সময়েই নজর এড়িয়ে যায়। যেমন-
১। Gastritis –এর সমস্যা
২। খাবার খাওয়ার পর পেট ফুলে যাওয়া
৩। অত্যাধিক ওজন কমে যাবে
৪। খাবারের প্রতি অরুচি দেখা দেবে
৫। খাবার খেলে বমি হয়ে যায়
৬। পেটে জল জমা
এই রোগ থেকে কী সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব?
বর্তমানে পাকস্থলী ক্যানসারের চিকিৎসা অনেক বেশি আধুনিক। সে কারণে স্টেজ ওয়ান থেকে স্টেজ থ্রি অবধি রোগীরা যদি এই সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তবে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এই চিকিৎসায় প্রথমেই কেমোথেরাপি দেওয়া হয়। এরপর অপরেশনের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া হয় ও তারপর আবারও কেমোথেরাপি দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ করা হয়।
যেসমস্ত রোগী চতুর্থ স্টেজে রয়েছে তাদের সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু চিকিৎসার মাধ্যমে চেষ্টা করা হয় যাতে তারা ভালো জীবনযাপন করতে পারে।
এই রোগ থেকে বাঁচার জন্য কেমন জীবনযাপন করা উচিত?
১। বাইরের খাবার কম থেকে হবে
২। অপরিষ্কার খাবার এড়িয়ে চলতে হবে
৩। পোড়া খাবার কম খেতে হবে
৪। প্রচুর পরিমাণে শাক- সবজি খেতে হবে।
কত বছর বয়সী মানুষদের মধ্যে এই ক্যানসার বেশি দেখা যায়?
যেকোনো বয়সের মানুষের মধ্যে এই ক্যানসার দেখা দিতে পারে। কিন্তু মূলত ৫০ থেকে ৬০ বছর বয়সী মানুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।