Spring Beauty Routine: বসন্তে ত্বকের যত্ন নেবেন কীভাবে?

বসন্তে ত্বকের যত্ন নেবেন কীভাবে? এই ঋতুতে ত্বকের ভারসাম্য ধরে রাখবেন কীভাবে? শীতের কোন কোন জিনিস বসন্তে ব্যবহার করা উচিত নয়? বসন্তের রূপচর্চার রুটিন কেমন হওয়া উচিত টিপস দিলেন অভিনেত্রী, মডেল আলকারিয়া হাসমি (Alkaria Hashmi, Model & Actress)

 

Read Also :  তিন পয়েন্টই লক্ষ রঘু নন্দীর

হাইলাইটসঃ
১। বসন্তে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
২। নিজের স্কিন টাইপ বুঝবেন কীভাবে?
৩। ত্বকে ব্রোণ কেন হয়?

 

বসন্তে ত্বকের যত্ন নেবেন কীভাবে?

শীতকাল পেরিয়ে বসন্তকাল আসে। সম্পূর্ণ শীতকাল জুড়েই ত্বককে রুক্ষতার হাত থকে বাঁচাতে বেশিরভাগ মানুষই হেভি-ওয়েট মশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু সেই একই মশ্চারাইজার বসন্তকালে ব্যবহার করলে হবেনা। এরফলে ত্বকের ক্ষতি হতে পারে। সে কারণে বসন্তকালে ত্বক অনুযায়ী লাইট-ওয়েট মশ্চরাইজার ব্যবহার করুন।

নিজের স্কিন টাইপ বুঝবেন কীভাবে?

১। ত্বক ভালো করে পরিষ্কার করে নিন
২। ত্বকে কোনো প্রডাক্ট ব্যবহার করবেন না
৩। এভাবে ১৫ মিনিট রেখে দিন
৪। ত্বকে কী ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে, খেয়াল করুন
৫। এবার সেই পরিবর্তন অনুযায়ী সেই অনুযায়ী স্কিন কেয়ার প্রডাক্ট বেছে নিন

ত্বকের ব্রোণ হয় কেন?

খুব নিয়মিত ত্বকের যত্ন নিলেও অনেকেরই ত্বকে নানা সমস্যা দেখা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, আমাদের শরীর সুস্থ থাকা খুব বেশী গুরুত্বপূর্ণ। শরীরের অভ্যন্তরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে নিয়মিত ত্বকের যত্ন নিয়েও কোনও লাভ হবেনা। সে কারণে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...