Spine surgery-র ক্ষেত্রে কী কী আধুনিক পরিবর্তন এসেছে? Open spine surgery এবং minimally invasive spine surgery-র মধ্যে মূল পার্থক্য কী? সার্জারির পর পুরোপুরি সেরে উঠতে কীভাবে যত্ন নেওয়া উচিত? পরামর্শ দিলেন স্পাইন সার্জন ডাঃ অভিষেক সোনি।
হাইলাইটসঃ
১। Spine surgery-র ক্ষেত্রে কী কী আধুনিক পরিবর্তন এসেছে?
২। minimally invasive spine surgery কী?
৩। এটি কতটা নিরাপদ?
Spine surgery-র ক্ষেত্রে কী কী আধুনিক পরিবর্তন এসেছে?
পূর্বে Spine surgery-র ক্ষেত্রে সম্পূর্ণভাবে সুস্থ হতে দীর্ঘ সময় প্রয়োজন হত। কিন্তু বর্তমানের modern technology –র সাহায্যে সার্জারিতে খুব কম সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। ডাক্তারের পরামর্শ মেনে চললে সার্জারির দিনই রোগী চলাফেরা করতে পারে। তবে খুব জটিল রোগের ক্ষেত্রে একটু দীর্ঘ সময় প্রয়োজন হয়।
বর্তমান সময়ে এই সার্জারির ট্রিটমেন্টে অনেক পরিবর্তন এসেছে। যেমন, minimally invasive spine surgery। পূর্বে Open spine surgery করা হত। এরফলে রোগীর সুস্থ হতে দীর্ঘ সময় লাগত। কিন্তু minimally invasive spine surgery –র ক্ষেত্রে খুব সহজেই spine -এর চিকিৎসা করা সম্ভব হয়।
Minimally Invasive Spine Surgery কতটা নিরাপদ?
Open spine surgery –র ক্ষেত্রে অনেকটা কাটাছেড়ার প্রয়োজন হত। এর ফলে রক্তপাত হত। কিন্তু Minimally Invasive Spine Surgery অনেক বেশি আধুনিক। সেকারণে এটি অনেক নিরাপদ।
Minimally Invasive Spine Surgery –র ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কত সময় লাগে?
শারীরিক সমস্যা অনুযায়ী রোগীর সুস্থ হওয়ার সময়কাল নির্ভর করে। যদি সমস্যা কম থাকে তবে ১ মাসের মধ্যে রোগীর সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু সার্জারির পর ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে। এর ফলে রোগী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।