পার্টি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চান সকলেই। কিন্তু কিছু পার্টিতে এথনিক লুক মাস্ট! আর তখনই মনে হয় এথেনিক স্টাইলই যদি একটু অন্যভাবে করা যেত! তাই ইউনিক কিছু এথনিক লুক দেখালেন ফ্যাশন ডিজাইনার সুরজিৎ ঘোষ।
ফ্যাশন ডিজাইনার সুরজিৎ ঘোষ বলেছেন, এথনিক লুকের উপর এখন নয়া ট্রেন্ড চলছে। খুব বেশি হেভি লুক হবে না। এথনিক লুক বলতে সকলেরই ধারণা একটা ভারি শেরওয়ানি যেটা পড়ে থাকবে আলমারির এক কোণায়। শুধু মাঝে মাঝে লন্ড্রিতে যায় নিয়ে যাওয়ার জন্যে বের করা হয়ে সেটাকে। কিন্তু এথনিক লুক এমন হওয়া উচিত যেটা পরাও খুব সহজ হবে। আর খুব হালকা আর কমর্ফোটেবল হবে। কিন্তু লুকটা হবে সবার থেকে আলাদা।
এবার এথনিক লুকের উপর বেশ কিছু নতুন ড্রেস দেখাতে চলেছেন ফ্যাশন ডিজাইনার সুরজিৎ ঘোষ। যেগুলি সাধারণত আমরা যে এথনিক ড্রেসগুলো দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা।
প্রথম লুকে, হালকা কাজের উপর একটি পাঞ্জাবি দেখানো হয়েছে। যার কলারটা সম্পূর্ণ ইউনিক। সাধারণত পাঞ্জাবিতে এই ধরনের কলার দেখা যায় না।
দ্বিতীয় লুকে, তসর কাপড়ের একটি মহিলাদের ড্রেস দেখানো হয়েছে। যার ট্রাউজারে মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ড্রেসটি খুব স্টাইলিশ ও কমর্ফোটেবল।
তৃতীয় লুকে, পুরুষদের জন্যে একটি কালো রঙের পাঞ্জাবি দেখানো হয়েছে। যার সাইডে কাটিং করে একটি ইউনিক লুক দেওয়া হয়েছে। সুতির এই পাঞ্জাবিটি ক্যারি করা সহজ।
চতুর্থ লুক, ওয়েস্টার্ন লুকের জন্যে একটি হলুদ রঙের গাউন দেখানো হয়েছে। যে কোনও পার্টিতে যাওয়ার জন্যে পারফেক্ট!
পঞ্চম লুকে, আরও একটি এথনিক ড্রেস দেখানো হয়েছে। যার কলারের কাটিংটা ইউনিক। সচরাচর এই ধরনের এথনিক ড্রেস বাজারে পাওয়া যাবে না।
ষষ্ঠ লুকে, একটি ঘাগরা চোলি দেখানো হয়েছে। যার টপের উপরে রাজস্থানী প্রিন্টের একটি কাজ করা হয়েছে। এটা খুবই লাইট ওয়েট ড্রেস। তাই গরমকালে পরা যেতে পারে।
সপ্তম লুকে, পুরুষদের জন্যে একটি লাইট ওয়েটের ড্রেস দেখানো হয়েছে। যেটিকে কাটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ আলাদা লুক দেওয়া চেষ্টা করা হয়েছে।
অষ্টম লুকে, মহিলাদের জন্য একটি গাউন দেখানো হয়েছে। যেটি যথেষ্ঠ লাইট ওয়েটের ও খুব কমর্ফোটেবল।