স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের সেরা ছবি ‘শ্রীমতী’

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে সোহম-স্বস্তিকা। কেমন লাগবে তাঁদের এ নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল ছিলই। পরিচালক অর্জুন দত্তের 'শ্রীমতী' ছবিতে দেখা গিয়েছে তাঁদের। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। সম্প্রতি মুক্তি  পেয়েছে ছবিটি। আর ছবির স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অর্জুন দত্ত ও বাকি কলাকুশলীরা। ছবির মুখ্য চরিত্র শ্রীমতি ও অনিন্দ্য। অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। কলেজে অনিন্দ্যর সিনিয়র ছিল শ্রীমতী। কিন্তু তাও তার প্রেমে পড়ে অনিন্দ্য। বয়সের ফারাক থাকায় কলেজে তাদের ‘ভাইবোনের জুটি’ বলে ডাকতেন সকলে। কলেজ শেষ করার পর তারা বিয়ে করে। বিয়ের পর সব বদলে যায় 'শ্রীমতী'র জীবনে। যুগের সঙ্গে তাল মেলাতে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চায় সে। সেই পরিবর্তন আনতে গিয়েই পরিবারের সকলের কাছে ক্রমশ অচেনা হয়ে ওঠে 'শ্রীমতী'।

এমন বহু শ্রীমতীকে রোজ দেখা যায় আমাদের আশেপাশে। পরিচালক সেই বিষয়কে এই ছবির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। শেষ পর্যন্ত কীভাবে বদলায় শ্রীমতীর জীবন, তা জানতে দেখে নিতে হবে ছবিটি।

ছবি প্রসঙ্গে পরিচালক অর্জুন দত্ত জানিয়েছেন, “ছবি নিয়ে দর্শকদের ফিডব্যাক ভাল। তবে ‘শ্রীমতী ওমেন এম্পায়ারমেন্টের ছবি নয়‌। ছবির প্রধান চরিত্র একজন নারী, যে নিজেকে হারিয়ে ফেলছে। স্বস্তিকা মুখোপাধ্যায় তার নিজের জীবনের সেরা অভিনয় করেছেন এই ছবিতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটা।”

ছবিতে সোহম ও স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরখা বিস্ত সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, সুদর্শন চক্রবর্তী, তৃণা সাহার মতো জনপ্রিয় মুখ। ছবির প্রযোজনা করেছে কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...