এক তরুণী পেশায় ক্রাইম রিপোর্টার একটি সত্য অনুসন্ধানে বেরিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পরেন। তবু অনুসন্ধান চালিয়ে যান তিনি। 'লস্ট' ছবিতে এমনি এক ক্রাইম রিপোর্টারের গল্প তুলে ধরেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এই ছবির গল্পের প্রেক্ষাপট হল শহর কলকাতা। সত্য ঘটনার উপর নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায় চৌধুরীর 'পিঙ্ক' ছবিটির মতো এই ছবিরও অনেক প্রশংসা করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শন করা হয়েছিল। আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের দেখানো হয়েছিল এই ছবি। আগামী ১৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। তার আগে কলকাতায় একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ইয়ামি গৌতম ও টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তারা সকলেই ছবির প্রশংসা করেছেন।
জি স্টুডিয়োস ও নমো পিকচার্স-এর প্রযোজিত এই ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপাই, তুষার পান্ডে। ছবির কাহিনী লিখেছেন শ্যামল সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র ও ছবির সম্পাদনা করেছেন বোধিসত্ত্ব বন্দোপাধ্যায়। সংলাপ লিখেছেন রিতেশ শাহ। ১৬ ফেব্রুয়ারি ওটিটির প্ল্যাটফর্মে আসছে 'লস্ট'।