দোলে চুল-ত্বকের কীভাবে যত্ন নেবেন?

রঙ খেলতে ভীষণ ভালোবাসি, কিন্তু রঙ থেকে মুখে র‍্যাশ, অ্যালার্জি বের হলে সেটা একেবারেই ভালোবাসি না, তাই রঙ খেলতে খুব ভয়। র‍্যাশ অ্যালার্জি না হলেও ত্বকে রঙের দাগ, চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাইয় এমন ভাবনা অনেকেরই থাকে। ভেষজ রঙ, আবির দিয়ে দোল হলেও আবিরে মেশানো রঙ বিপদে ফেলবেই। তাই অনেকেই মুখে-গায়ে তেল বা ক্রিম মেখে নেন, কিন্তু এছাড়াও উপায় আছে।   

দোলে চুল-ত্বকের  কীভাবে যত্ন নেবেন? সঠিক মেকআপ কীভাবে রঙের বিপদ থেকে সুরক্ষিত রাখে ত্বককে, টিপস দিলেন মেকআপ আর্টিস্ট রিমি মল্লিক (Rimi Mallick, Makeup Artist)

মেকআপ আর্টিস্ট রিমি মল্লিক জানিয়েছেন, হোলি খেলতে সকলেই ভালোবাসে, কিন্তু রঙ একেবারে সরাসরি ত্বক-চুলে প্রভাব ফেলে। বলিরেখা, ব্রণ, র‍্যাশ, অ্যালার্জি, ত্বক চুল ড্রাই হয়ে যাওয়া চেনা সমস্যা। স্পর্শকাতর ত্বক হলে সমস্যা আরও বেড়ে যায়। ভেষজ রঙ খুব ভাল কিন্তু বাজারে যা পাওয়া যায়, তাদের গুণামান সব সময় সমান হয় না, তাই নিজের সাবধানতা জরুরী।

রঙ খেলার পর ‘সিটিএম’ খুব জরুরী, মানে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং। ঘুমতে যাওয়ার আগে চুলে ভাল করে অয়েলিং করা দরকার। যে তেলই ব্যবহার করুন না কেন তা সামান্য গরম করে স্কাল্পে ম্যাসাজ করতে হবে। চুল খুলে রঙ খেলা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। চুল বেঁধে, বান বা পনিটেল করে খেলা যেতে পারে। যে স্টাইলিং করা হোক না কেন চুলটা যেন লক হয়ে থাকে।

হাইনেক টপ, লঙ স্কার্ট, শাড়ির মতো শরীর ঢাকা পোশাক পরলে রঙ থেকে বাঁচা যাবে। হোলির সাজে ন্যাচরাল লুক থাকাই ভাল। দিন বা রাতে হোলি পার্টিতে ন্যাচারাল মেকআপ থাকাই ভাল। হাইলাইট হবে চোখ। এইদিন ঠোঁটের মেকআপে লিপ গ্লস বা ক্রিম জাতীয় লিপস্টিক ব্যবহার না করাই ভাল। হোলি স্পেশ্যাল সাজে লিপস্টিক সব সমইয় ম্যাট। তবেই দীর্ঘস্থায়ী হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...