মঞ্চে ভাল বক্তা হওয়ার সহজ উপায় কী? কথা বলার দক্ষতা বাড়াতে কোন কৌশল মেনে চলবেন? জনসমক্ষে কথা বলার জড়তা কাটাতে কী করবেন? স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জরুরি পরামর্শ দিলেন অভিনেত্রী দেবদ্যুতি দেবনাথ (Debadyuti Debnath, Actress)
মঞ্চে ভাল বক্তা হওয়ার সহজ উপায় কী?
বর্তমান সময়ে সিনেমা দেখতেই অভ্যস্ত বেশিরভাগ মানুষ। কিন্তু এখনও গ্রামবাংলার মাটির সাথে জুড়ে রয়েছে মঞ্চের টান। তাই মঞ্চ অনেক গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে। সেখানে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে।
যে সমস্ত মানুষ থিয়েটার থেকে মঞ্চে অভিনয় শুরু করেন, তাদের ক্ষেত্রে বিষয়টি অনেক সহজসাধ্য হয়। কারণ মঞ্চের প্যাটার্ন অনেকটা থিয়েটারের মতন। কিন্তু যারা সরাসরি সিনেমায় অভিনয় থেকে মঞ্চে কাজ করবেন, তাদের ক্ষেত্রে অনুশীলন অত্যাধিক জরুরী।
মঞ্চ মূলত প্রত্যন্ত গ্রামের এক বিনোদনমূলক অনুষ্ঠান। তাই সাধারণ মানুষের কাছে বক্তব্য স্পষ্ট করে তুলে ধরা প্রয়োজন। এক্ষেত্রে ডায়লগ স্পষ্ট হওয়া খুব জরুরী। এছাড়াও যে সমস্ত বাক্য খুবই সংবেদনশীল, সেগুলি জোর দিয়ে উচ্চারণ করতে হবে।
সাধারণ মানুষ মনে করেন, মঞ্চে অভিব্যক্তি অনেক বেশি জোরালো হয়ে ফুটে ওঠে। কিন্তু বর্তমানে এমনটি নয়। বর্তমানে সাধারণ মানুষ সিনেমা সিরিয়ালের সাথে পরিচিত। সে কারণে মঞ্চে অত্যাধিক অভিনয় মানুষের বিরক্তির কারণ হতে পারে। সেই জন্যেই মঞ্চের অভিনেতা স্পষ্ট ডায়লগ উচ্চারণ ও যথার্থ অভিনয়ের মাধ্যমে মানুষের ইমোশনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে।