একক পিতৃত্বের গল্পে 'বাবা বেবি ও'

বাংলা সিনেমার দর্শকদের আবার চমকে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায়! পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে 'বাবা বেবি ও' । চমক শুধু ছবির গল্পেই নয় চমক রয়েছে কাস্টিং-এ। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজিত এই ছবিতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে দেখা যাবে প্রথমবার। এছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, রজত গাঙ্গুলি, রেশমি সেন, মৈনাক বন্দোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সায়ন্তনী মুখোপাধ্যায়

তবে ছবির মূল আকর্ষণই হচ্ছেন গল্প। আসল চমক লুকিয়ে আছে সেখানেই। নতুন নতুন ধরনের ছবির মাধ্যমে বরাবরই দর্শকদের নজর কেড়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায়। এবারও একই ঘটনা ঘটেছে।  গল্পে দেখানো হয়েছে এক 'সিঙ্গেল' বাবাকে যারা দুই সন্তানকে সামলাতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থা। কিন্তু এই সময় বাবা এক কম বয়সী মেয়ের প্রেমে পড়ে যান। সেখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। বাংলা ছবির দর্শকদের কাছে সম্পূর্ণ নতুন এই গল্প। ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন।  

ছবিতে বাবার ভূমিকায় অভিনয়ে করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি রায়। এই ছবি নিয়ে বিশদে জানিয়েছেন পরিচালক অরিত্রা মুখোপাধ্যায়। তিনি বলেছেন, "আমরা সবাই পার করে এসেছি একটি কঠিন সময় এবং সারিয়ে তুলতে প্রচুর ভালবাসা এবং হাসির প্রয়োজন। এই ছবিটি ঠিক সেটাই করবে।"

অন্যদিকে ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন,  "এই দুই বছর পর অবশেষে দর্শকদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে উইন্ডোজ। আমরা আশা করছি ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে।" গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'বাবা বেবি ও' ছবিটি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...