Skull Health Issues: মাথার আঘাত কতটা মারাত্মক হতে পারে?

Skull কী কী ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে? Skull-এ কী কী ধরনের অসুখ দেখা যায়? মাথার আঘাত কতটা মারাত্মক হতে পারে? বিস্তারিত জানালেন নিউরো সার্জন ডাঃ নিরুপ দত্ত (Dr Nirup Dutta, Neurosurgeon)

 

হাইলাইটসঃ
১। Skull কী কী ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে?
২। Skull-এ কী কী ধরনের অসুখ দেখা যায়?
৩। মাথার আঘাত কতটা মারাত্মক হতে পারে?

 

Skull কী কী ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে?

বিভিন্ন কারণে Skull ক্ষতিগ্রস্ত হতে পারে -

১। জন্মগত কারণে
২। মাথায় সজোরে আঘাত লাগলে
৩। অ্যাক্সিডেন্টে মাথায় চোট পেলে

Skull-এ কী কী ধরনের সমস্যা দেখা যায়?

১। ব্রেনের নিউরো কন্ডিশন প্রভাবিত হয়
২। ব্রেনে রক্ত চলাচল করতে সমস্যা হয়
৩। মাথার ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে
৪৷ Skull টিউমার হতে পারে

মাথার আঘাত কতটা মারাত্মক হতে পারে?

১। এটি নির্ভর করে রোগী কোন বয়সে বা কীভাবে মাথায় আঘাত পেয়েছে। মস্তিষ্কের গঠন সম্পন্ন না হলে এই সমস্যা জন্মগত। এর ফলে বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কিছুটা অংশ ফুলে ওঠে।
২। কোন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সাধারণভাবে কোন সমস্যা বোঝা না গেলেও পরীক্ষা করে দেখা যায়, হাড়ের কিছু অংশ skull -এর ভিতর ঢুকে আছে।
৩। রোগী অজ্ঞান হয়ে যেতে পারে
৪। মাথাব্যাথা
৫। খিঁচুনির সমস্যা দেখা দিতে পারে

Skull সমস্যা কীভাবে নিরাময় করা সম্ভব?

১। প্রাথমিকভাবে মাথার যেখানে আঘাত লেগেছে সেটিকে কভার করে রাখা হতো
২। মেটাল প্রতিস্থাপন
৩। রোগীর দেহের হাড় প্রতিস্থাপন
৪। পায়ের হাড় প্রতিস্থাপন
৫। আর্টিফিশিয়াল বোন প্রতিস্থাপন
৬। টাইটেনিয়াম প্লেট প্রতিস্থাপন
৭। পি গ্রাফ প্রতিস্থাপন
৮। Bone Allogeneic Proteins ব্যবহার

Skull সমস্যা কী সম্পূর্ণ নিরাময় সম্ভব?

এটি নির্ভর করে সমস্যার গভীরতার উপর। কিন্তু জন্মগতভাবে মস্তিষ্কের গঠন সম্পূর্ণ না হলে নিরাময়ের পরেও কিছু সমস্যা দেখা দিতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...