Skincare Routine: ত্বকের যত্নে স্যালোঁ ট্রিটমেন্ট নাকি ঘরোয়া পরিচর্যা, কোনটা সবচেয়ে ভালো?

ত্বকের যত্নে স্যালোঁ ট্রিটমেন্ট নাকি ঘরোয়া পরিচর্যা-কোনটায় বেশি ভরসা করেন অভিনেত্রী প্রান্তিকা দাস (Actress Prantika Das)? কেমন তাঁর প্রতিদিনের স্কিনকেয়ার রুটিন? ত্বকের ট্যান দূর করতে কী করেন তিনি? জানতে দেখুন ভিডিয়ো

 

হাইলাইটসঃ
১। অভিনেত্রী হওয়ার পর স্কিনকেয়ারে কী কী বদল এসেছে?
২। কোন কোন ঘরোয়া টোটকা ত্বক ভালো রাখতে সাহায্য করে?
৩। ত্বকের ট্যান সরাবেন কীভাবে?

 

অভিনেত্রী হওয়ার পর স্কিনকেয়ারে কী কী বদল এসেছে?

প্রত্যেক মানুষের ত্বকের ধরন আলাদা হয়। এটি নির্ভর করে সেই ব্যক্তির জিন, হরমোন, লাইফস্টাইলের উপর। সে কারণে ভালো ত্বকের জন্য দরকার বিশেষজ্ঞদের পরামর্শ। বাজার চলতি স্কিনকেয়ার প্রোডাক্ট অনেক বেশি সংখ্যক মানুষের কথা ভেবে বানানো হয়। কিন্তু একমাত্র ডাক্তারদের পক্ষেই সম্ভব একটি ব্যক্তির ত্বকের ধরন অনুযায়ী প্রয়োজনীয় প্রোডাক্ট বেছে দেওয়া। সে কারণে এই পন্থা অবলম্বন করলে ত্বক অনেক ভালো থাকবে।

এক্ষেত্রে মানসিকভাবে সুস্থ থাকাও খুব জরুরি। মন ও শরীর যদি ভালো থাকে, তবে সেটির প্রভাব ত্বকে ফুটে উঠবে।

কোন কোন ঘরোয়া টোটকা ত্বক ভালো রাখতে সাহায্য করে?

ত্বকের সুস্থতার জন্য নানা ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। যেমন –

১। লাউ –এর রস
২। কুলেখাড়া শাক
৩। পালং শাকের রস
৪। আদা, আমলকি, বিটের রস
৫। পেঁপে ত্বকে ফেসপ্যাক হিসেবে ব্যবহার

ত্বকের ট্যান সরাবেন কীভাবে?

রোদ ও ধুলোর জন্য আমাদের ত্বকে ট্যান পড়ে। সেটা রিমুভ করার জন্য একটা ছোট্ট ঘরোয়া টোটকা ট্রাই করতে পারেন।

টিপসঃ
১। একটা আলুর খোসার ছাড়িয়ে রস করে নিন
২। এর সাথে একটু টোম্যাটোর রস মেশান
৩। এরপর এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন
৪। কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন
৫। এরপর ত্বকের ধরন অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করুন

এটা শেয়ার করতে পারো

...

Loading...