বসন্তে ত্বকের আর্দ্রতা ধরে রাখবেন কীভাবে?

বসন্ত এসে গেছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখবেন কীভাবে? ঋতু পরিবর্তনের সময় কেন ত্বকের বাড়তি পরিচর্যার দরকার হয়? ঘরোয়া টোটকা ও প্রাকৃতিক উপাদানে কীভাবে ত্বক হয়ে উঠবে মসৃণ আর সতেজ? টিপস দিলেন মডেল, অভিনেত্রী মীত কৌর (Meet Kaur, Model & Actress)

মীত কৌর জানিয়েছেন, শীতের কনকনে ভাব নেই, গরমে নাজেহাল হতে হয় না হালকা শীত আর হালকা উষ্ণতায় ঋতু বসন্ত মানুষের খুব প্ৰিয়। এই সময় হয় ত্বক রুক্ষ হয়ে যায় নাহলে তৈলাক্ত। তাই এই সময় ত্বকের পরিচর্যা রাখতে হবে বিশেষ খেয়াল। দিনে ও রাতে যেহেতু আবহাওয়ার চরিত্র দুই রকম তাই ত্বকের পরিচর্যাও হতে হবে দু ধরনের। এই সময় জেল বেসড প্রসাধনী ব্যবহার করলে ভাল। মেকআপও হবে হালকা।

গোটা দিন ধরে গোলাপ জল স্প্রে করা যায়। এতে যদি একটু গ্লিসারিন মেশানো যায় তাহলে ত্বক আদ্র রাখতে তা খুবই কাজ করে। মেকআপ বা সানস্ক্রিনের ওপরও এভাবে স্প্রে করা যায়। কাঁচাহলুদ, নিম একনের জন্য খুব কাজ দেয়। মুলতানি মাটি, গোলাপ জল আর চন্দনের প্যাক ব্যবহার করলে ত্বক মোলায়েম হয়। সারাবছর ব্যবহার করা যায়। কম তেল মশলার খাবার, জল, ফল, সবজি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ডিটক্স ওয়াটারের চেয়েও উপকারী সাধারণ জল বেশি উপকারী। মেকআপের ক্ষেত্রে অয়েলি স্কিন হলে ম্যাট মেকআপ হবে। ড্রাই স্কিন হলে ক্রিম বেসড। ঘরে বাইরে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। দিনে দুবার নিয়ম করলে এইগুলো মেনে চললে ত্বক এমনিতেই ভাল থাকে। জল ত্বকের সবচেয়ে ভাল বন্ধু।

এটা শেয়ার করতে পারো

...

Loading...