Skincare: মেকআপ করার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে?

মেকআপ করার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে? CTM কতটা জরুরী? মেকআপ দীর্ঘস্থায়ী করার সহজ উপায় কী? মেকআপ তোলার পর ত্বকের পরিচর্যা কীভাবে করবেন? টিপল দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট চৈত্রী দাস।

 

হাইলাইটসঃ
১। মেকআপ করার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
২। মেকআপের আগে স্কিন প্রিপারেশনে কতটা সময় দেওয়া উচিত?
৩। মেকআপ দীর্ঘস্থায়ী করবেন কীভাবে?

 

মেকআপের আগে স্কিন প্রিপারেশনে কতটা সময় দেওয়া উচিত?

মেকআপ করার আগে অন্তত ১৫ মিনিট ধরে স্কিন প্রিপারেশন করা উচিত।

স্কিন প্রিপারেশনের ধাপগুলি হলঃ

১। ভালো ক্লিনজার দিয়ে ত্বক ক্লিন করে নিন
২। ত্বক অনুযায়ী একটা টোনার ব্যবহার করুন
৩। এরপর মশ্চারাইজার ব্যবহার করুন
৪। এরপর ১৫ মিনিট পরে মেকআপ করুন

মেকআপ দীর্ঘস্থায়ী করবেন কীভাবে?

মেকআপ করার আগে এক টুকরো বরফ মুখে মেখে নিলে মেকআপ অনেকক্ষণ ঠিক থাকে, এবং মুখে ঘাম কম হয়। এক্ষেত্রে ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করে নেওয়ার পর বরফ ব্যবহার করা যেতে পারে। এরপর মেকআপ করা শেষ হলে সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।

মেকআপ করার ধাপগুলি হলঃ

১। স্কিনজার দিয়ে ত্বক পরিষ্কার
২। টোনার ব্যবহার করুন
৩। মশ্চারাইজার ব্যবহার করুন
৪। এরপর সান্সক্রিম ব্যবহার করতে পারেন
৫। মেকআপের শুরুতে একটি প্রাইমার ব্যবহার করুন
৬। এরপর স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন
৭। লুস পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করে নিন
৮। এরপর পছন্দ মতো ব্লাশার, আইশ্যাডো ও লিপস্টিক পরুন
৯। সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিন

এটা শেয়ার করতে পারো

...

Loading...