নিজের সৌন্দর্য অটুট রাখতে প্রতিদিন কোন নিয়ম মেনে চলবেন? ব্যয়বহুল কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই ঘরোয়া উপায়ে ডিটক্স হবেন কী ভাবে? ব্যস্ত শিডিউলের মধ্যেও সেলিব্রিটিরা কী ভাবে ধরে রাখেন তাঁদের সৌন্দর্য? বিউটি সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী রোজা পারমিতা দে।
হাইলাইটসঃ
১। সৌন্দর্য ধরে রাখবেন কীভাবে?
২। ঘরোয়া উপায়ে রূপচর্চা করা কি উচিত?
৩। চুলে তেল দেওয়া কি ক্ষতিকর?
সৌন্দর্য ধরে রাখবেন কীভাবে?
সৌন্দর্য ধরে রাখার চেষ্টাই বৃথা। সৌন্দর্য এক এক বয়সে ভিন্নভাবে প্রতিফলিত হয়। আমাদের উচিত সেই ধাপকে নিজের করে সেই সৌন্দর্যকে উপলব্ধি করা।
সৌন্দর্যের আরেক নাম ভালো থাকা। নিজে যতটা ভালো থাকবেন, সেই আনন্দই আমাদের চোখেমুখে সৌন্দর্য রূপে ফুটে উঠবে।
ঘরোয়া উপায়ে রূপচর্চা করা কি উচিত?
‘রূপ’ কথাটিই এক এক মানুষের কাছে এক এক ভাবে ফুটে ওঠে। কারোর কাছে বাহ্যিক সৌন্দর্য মূল্যবান। আবার কারোর কাছে অভ্যন্তরীণ সৌন্দর্য দামী। তাই এই বিষয়টি নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। তবে বর্তমান সময়েই আর্টিফিশিয়াল উপায় সরিয়ে রেখে যদি ঘরোয়া উপয়ায়েই নিজের ত্বক, মন ও শরীরের যত্ন নেওয়া যায়, সেটি অনেক বেশী উপকারী।
চুলে তেল দেওয়া কি ক্ষতিকর?
বর্তমান সময়ে অনেকেরই চুলে তেল দিতে খুব অনীহা। সময়েই অভাবে অনেকেই চুলের যত্ন নিতে পারেন না। আবার অনেকে এটাও মনে করেন যে চুলে তেল দেওয়া ক্ষতিকর। তবে এই সমস্যার নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়।
এ ক্ষেত্রে প্রথমে নিজের চুলের ধরন বুঝতে হবে। এমন হতেই পারে, অন্যদের জন্য যে হেয়ার কেয়ার পদ্ধতি উপকারী, আপনার জন্য নয়। সেই কারণে নিজের হেয়ার সম্পর্কে সঠিকভেবে জেনে, সেই অনুযায়ী হেয়ার কেয়ার ফর্মুলা প্রয়োগ করতে হবে।