স্কিন আন্ডার টোন কারেকশন জন্য কী করতে হবে?

সুন্দর থাকতে ও সুন্দর সাজগোজ করতে কে না চায়। তার জন্য চাই পারফেক্ট মেকআপ তবে মেকআপ করার আগে স্কিন আন্ডার টোন আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ মেকআপ সব সময় স্কিন আন্ডার টোন অনুযায়ী করতে হবে। তাই স্কিন আন্ডার টোন মেনে মেকআপ করার পদ্ধতি দেখিয়েছেন মেকওভার এক্সপার্ট সৌমি দত্ত।

মেকওভার এক্সপার্ট সৌমি দত্ত জানিয়েছেন, আমাদের স্কিন টোন সকলের এক হয় না। কারুর ট্যান স্কিন হয় আবার কারুর ডাস্কি স্কিন টোন হয়। মেকআপ করার জন্য স্কিন আন্ডার টোন চেনা খুবই জরুরি। আর স্কিন আন্ডার টোন কালার বোঝার হাতের শিরার রং দেখে বোঝা যায়। যদি শিরার রং সবুজ হয় তাহলে স্কিন আন্ডার টোন ক্যাটেগরি ওয়ার্ম হবে। আর যদি শিরার রং বেগুনি হয় তাহলে স্কিন আন্ডার টোন ক্যাটেগরি কুল। এছাড়াও একটা সিলভার কালারের ও গোল্ডেন কালারের জুয়েলারির মাধ্যমেও এই ক্যাটেগরি বোঝা যায়। ভারতীয়দের ত্বকের আন্ডার টোন ক্যাটেগরি সাধারণত ওয়ার্ম হয়। তাই স্কিন আন্ডার টোন কারেকশনের জন্যে সব সময় পার্পেল কালার ব্যবহার করতে হবে।

মেকআপ করার আগে মুখের ত্বক পরিস্কার করে প্রাইমার বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। যেহেতু স্কিন আন্ডার টোন ক্যাটেগরি ওয়ার্ম। তাই কারেকশনের জন্যে অরেঞ্জ কালারের শেড ব্যবহার করতে হবে। কালার কারেকশনের পর ফাউন্ডেশন ব্যবহার করে বেস মেকআপ করে নিতে হবে। তারপর কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে।

এবার কনটোর করে নিতে হবে। কনটোর করার পর আই মেকআপ করতে হবে। তার জন্যে মাস্কারা ও আইব্রো কালার করে নিতে হবে। শেষে লিপস্টিক ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...