Skin Nourishment আসলে কী? ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কীভাবে পরিচর্যা করবেন? স্কিন নারিশমেন্টের জন্য কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করা যায়? টিপস দিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য(Priyanka Bhattacharya, Actress)
প্রিয়াঙ্কা ভট্টাচার্য টলিউডে জনপ্রিয় মুখ। বর্তমানে মুম্বই তাঁর ঠিকানা। তবে লেগেই থাকে তাঁর নিজের শহরে আসা-যাওয়া। গ্ল্যামার দুনিয়ার মানুষ কিন্তু সারক্ষণ মেকআপ তাঁর না পসন্দ! তবে তাঁর অবসেশন লিপস্টিপ। তাই সদাসঙ্গী ব্যাগটিতে আর কিছু থাক না থাক, থাকতেই হবে লিপস্টিপ।
তাঁর মতে স্কিন গ্লো করা মানেই স্কিন নারিশ মেন্ট নয়। ত্বক কতটা তৈলাক্ত তার ওপর নির্ভর করে ত্বকের আর্দ্রতা । কিন্তু ত্বকে অতিরিক্ত তেল ব্রণ ফুসকুড়ির মতো একাধিক সমস্যা ডেকে আনে। যাদের শুষ্ক ত্বক তাদের সমস্যা অন্য ধরনের। এক্ষেত্রে ত্বক ঠিক রাখার জন্য ত্বকের ভিতরের সুস্থতায় জোর দিতে হবে। ভিতর থেকে ডিটক্স না হলে ত্বকের স্বাস্থ্য কোনওদিনই ভাল হবে না। এই সব সমস্যার সবচেয়ে সহজ সমাধান জল। বিশেষ করে গরমকালে পর্যাপ্ত জল খাওয়া খুব দরকার। এছাড়া তরমুজ, আনারস, কমলালেবু খেতে হবে।
যখন দেখা যাবে যে ঠোঁট শুকিয়ে যাচ্ছে বুঝতে হবে শরীরে জলের টান পড়েছে। আর লিপবাম ছাড়াই যদি ঠোঁট আর্দ্র থাকে বুঝতে হবে জলের মাত্রা ঠিক আছে। যাদের তৈলাক্ত ত্বক তাদের সব সময় ত্বক পরিষ্কার রাখতে হবে। এই ধরনের ত্বকের জন্য লাইট ময়েসচারাইজার। শুষ্ক ও স্পর্শকাতর ত্বকে খুব বেশি কেমিক্যাল ব্যবহার ঠিক নয়, আরও বেশি রুক্ষ হয়ে যায় ত্বক।