সাইনাসের চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা কার্যকরী?

সাইনাসের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু সাইনাস কোনও রোগ না। বরং মানুষের মাথার একটি প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠে যদি কোনও সমস্যা দেখা দেয় তাকেই বলে সাইনাস। অ্যালোপ্যাথির চিকিৎসার মতো হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেও এই সমস্যার সমাধান রয়েছে। কিন্তু কীভাবে? এই বিষয়ে জানালেন ক্রনিক ডিডিজ স্পেশালিস্ট গৌরাঙ্গ নায়েক।

ক্রনিক ডিজিজ স্পেশ্যালিস্ট গৌরাঙ্গ নায়েক (Dr Gouranga Nayak, Chronic Disease Specialist) বলেছেন, সাইনাস থাকলে সব সময় সমস্যা তৈরি হয় না। কিন্তু যখন ঋতু পরিবর্তন হয় বা সাইনাসের সঙ্গে কারুর যদি অ্যালার্জির সমস্যাও থাকে তখন মাইগ্ৰেন, হাঁচি-কাশির সমস্যা দেখা দিতে পারে। মানুষের ইমিউনিটি সিস্টেম ঠিক থাকলে অনেক সময় দু-এক সপ্তাহের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এই সমস্যাগুলো যাতে দীর্ঘস্থায়ী না হয় সেই বিষয় নজর রাখার প্রয়োজন রয়েছে। সাইনাসের সমস্যার থেকে জ্বর হলে ও অন্য কারণে জ্বর হলে একই রকমের লক্ষণ দেখা যায়।

হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থায় এই সমস্যার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। নিজে থেকে ওষুধ ব্যবহার করা বন্ধ করতে হবে। এই সমস্যা এড়িয়ে চলার জন্য প্রতিদিন একটি সময়ের মধ্যে স্নান সারতে হবে। আর ঠান্ডা জল ব্যবহার না করে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। আর প্রতিদিন যদি প্রাণায়াম করা যায় সেটাও খুব ভাল হবে।

বাজারে কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যা ব্যবহার করলে ইমিউনিটি সিস্টেম ভাল থাকে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সঠিক চিকিৎসকের পরামর্শ না নিয়ে ব্যবহার করলে তার পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই  একজন চিকিৎসকের থেকে চেক আপ করানোর পরেই চিকিৎসা শুরু করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...