মডেল হতে চান? মডেলিং-এ কেরিয়ার গড়ে তোলার সহজ টিপস

স্টাইল থেকে আত্মবিশ্বাস, ফ্যাশন সেন্স থেকে নিজেকে সঠিক রূপে প্রকাশ করার ক্ষমতা, যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মডেলিং-এর দিকে ঝুঁকতেই পারেন। র‍্যাম্প ওয়াক করে সকলের মন জয় করতে হলে হার্ড ওয়ার্কও যে ভীষণভাবে প্রয়োজন তা ভুললে চলবে না। এখনকার প্রজন্মের বহু যুবক-যুবতী মডেলিং-কে পেশা হিসাবে বেছে নিচ্ছেন। জিয়ো বাংলা বিউটি কথার অতিথি, সুপার মডেল বিবেক মালা সিং ইয়ং জেনারেশনদের কেরিয়ার হিসাবে মডেলিং-এ পা রাখা নিয়ে বেশ আশাবাদী। বিবেককে তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কলেজ লাইফ থেকেই তাঁর মডেলিং জগতে আসা। প্রথমে মি. ক্যালকাটা এবং তার পরে মি. দিল্লি আর সেই রেশ ধরেই মি. ইন্ডিয়া ২০২১ ফর ফটোজেনিকের তকমা ছিনিয়ে আনেন বিবেক মালা সিং।

ড্রিম জার্নিটা অবশ্য খুব একটা সহজ ছিল না বিবেকের ক্ষেত্রে। কলকাতার পিছিয়ে পড়া এলাকা থেকে উঠে এসেও, বিবেক নিজের মনের জোর আর 'ক্যারিশমা'-য় এই সাফল্য খুঁজে পেয়েছেন। বিবেক যেই অঞ্চলে বড় হয়েছেন, সেখানে অবৈধ মাদক নিয়ে অন্যান্য যুবকদের বেড়ে ওঠা, কিন্তু বিবেকের ফোকাস ছিল একদম স্থির। নিজেকে এসবের থেকে আলাদা রেখে তিনি তাঁর কাজ-কেরিয়ারে বরাবরই মন দিয়ে গেছেন। বিবেক নিজেও ইয়ং প্রজন্মদের কাছে আদর্শ হয়ে উঠতে চান। বিবেকের মতে সঠিক ডিসিপ্লিন মেনে কাজে মন দিলে যে কোনও কাজে সাফল্য আসতে বাধ্য। স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার দিকে মডেলিং-এ সদ্য আসা ইয়ং জেনারেশনকে তিনি নজর দিতে বলেন। গোটা দিনের ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ প্ল্যান নিয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, নিজেকে এই কেরিয়ারে তুলে ধরতে হলে সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং ব্যায়াম খুবই জরুরি।

অন্যান্য পেশার মতন মডেলিং-এও প্রতিযোগিতা বাড়ছে সাথে মডেলিং জগতেও বিভিন্ন বদল আসছে। আগের মতন শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা লুকস অথবা ক্যাটওয়াকিং নিয়েই পড়ে থাকার মধ্যে এই প্রফেশন আর সীমাবদ্ধ নয়। বিবেককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিজেকে আপডেট রাখা এই ক্ষেত্রে খুবই জরুরি। শুধুমাত্র মডেলিং নিয়ে জ্ঞান রাখলেই চলবে না। নজরে রাখত হবে সব বিষয়। এই পেশায় আসতে হলে বিভিন্ন বিষয় নিয়েও ওয়াকিবহাল থাকতে হবে। ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে বহু বদল এসেছে এবং তার সাথে মানিয়ে নিতে গেলে, এখন শুধুমাত্র অন্যকে ইমপ্রেস করলেই চলবে না, নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করাও দরকার।

অনেকের ধারণা, যারা দেখতে সুন্দর, লম্বা গড়ন অথবা ফর্সা ত্বকের অধিকারী, তারাই শুধু মডেল হওয়ার দৌড়ে এগিয়ে। বিবেক কিন্তু জানালেন অন্য কথা। ইন্ড্রাস্টিতে বদল আসার সাথে, বদলেছে ধ্যানধারণা। সুদর্শন হলেই মডেল যে কেউ হতে পারবে তা নয়। বহু কম উচ্চতা অথবা শ্যামবর্ণের মানুষ এখন মডেলিং দুনিয়ায় নজর কাড়ছে। সবার জন্যই মডেল দুনিয়ার দরজা খোলা। মার্কেট কী চাইছে তা অনেকাংশে নির্ভর করে সঠিক মডেল খুঁজে নেওয়ার ক্ষেত্রে। অতএব যদি কেউ ভাবেন, শুধুমাত্র উচ্চতা অথবা গায়ের রঙের জন্য মডেলিং জগতে আসা হবে না- তা হবে সবথেকে বড় ভুল।

ডিসিপ্লিন-ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। নিয়মানুবর্তীতা মেনে চললে মডেলিং-এর জগতে নিজেকে লাইমলাইটে রাখা কোনও অসুবিধাই নয়। একথা অস্বীকারের আজ কোনও জায়গায় নেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...