শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি

উত্তর কলকাতার প্রথম বারোয়ারী পুজো হল শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।২৫ বছর আগে কমিটা তৈরী হলেও এই পুজোর বয়স ১০৮ বছর।বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের হাত ধরে প্রথম শুরু হয় এই পুজো।পরবর্তী কালে উত্তর কলকাতার এক অন্যতম হয়ে ওঠে এই পুজো।এই পুজো কমিটির কালচারাল সেক্রেটারি শুভময় মল্লিক ও ক্লাবের দুই সাধারণ সদস্য নন্দিনী সেনগুপ্তললিতা মুখার্জী জিয়ো বাংলার পর্দায় তাঁদের পুজোর বিষয় জানান আমাদের।এবারে তাঁদের থিম “সময়ের মেলবন্ধন”।সাবেকিয়ানা থেকে থিমে প্রবেশ, এতবছরের যাত্রা পথের প্রতিছবি ধরা পড়েছে মন্ডপ শিল্পী সরষী রায়ের কাজে।তারা জানান যে ৮ বছর হল তারা সাবেকিয়ানা ছেড়ে থিমের পুজোয় প্রবেশ করেছেন ঠিকই কিন্তু এত বছরেও প্রতিমার রুপে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।থিমের ছোয়া লেগেছে শুধু মন্ডপে তাছাড়া রীতিনিতীসব একই আছে।তৃতীয়ায় উদ্ধোধন থেকে শুরু করেন বমীতে সকল দর্শনার্থীদের জন্য মহাভোজের আয়োজন, এই ১০৮ বছরে আমেজের কোনো পরিবর্তন হয়নি।দমদম গামী যে কোনো মেট্রোতে উঠে শ্যামবাজার স্টেশন সেখান থেকে পায়ে হাঁটা পথে পৌঁছে যেতে পারেন শ্যামপুকুর  আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...