এক মেয়ের স্বপ্ন পূরণের লড়াইয়ের গল্প হল 'উমা'। পরিচালক সুশান্ত দাসের জনপ্রিয় এই ধারাবাহিকে 'উমা'র ভূমিকায় দেখা গিয়েছে শিঞ্জিনী চক্রবর্তীকে। আর তার বিপরীতে দেখা গিয়েছে নীল ভট্টাচার্যকে। 'উমা' ধারাবাহিকের মূল কাহিনীতে এক মহিলা ক্রিকেটারের গল্প তুলে ধরতে চেয়েছেন পরিচালক। উমার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। তার বাবা সব সময় তার পাশে থেকেছেন। যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু বাবাকে হারানোর পর সংসার চালানোর চাপে তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভুলতে বাধ্য হন তিনি। তবে তারপর তার জীবনে আসে অভিমন্যু। সকলের বিরুদ্ধে গিয়ে উমাকে বিয়ে করে অভিমন্যু। বিয়ে পর উমাকে শ্বশুর বাড়িতেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সব সময় উমা পাশে পেয়েছে স্বামী অভিমন্যুকে। সম্প্রতি 'উমা' ধারাবাহিকের শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিল সাংবাদিকরা সেখানে। তাদের প্রশ্নের মুখোমুখি হন কলাকুশলীরা।
বাংলা টেলিভিশনের পর্দায় আগেও 'জয়ী' ও 'বকুল কথা'র মতো ধারাবাহিকে মহিলা ক্রীড়াবিদের চরিত্র দেখা গিয়েছিল। সেরকমই এক চরিত্র হল উমা। এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস নিজেও বাংলার এক জনপ্রিয় মহিলা ক্রিকেটারের বায়োপিক ছবির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।