ভারতীয় ও বাংলা থিয়েটারের জগতে স্তম্ভ পুরুষ শিশিরকুমার ভাদুড়ী। এবার তাঁর জীবনীকেই বড়পর্দায় তুলে ধরতে চলেছে পরিচালক রেশমি মিত্র। বাংলার রঙ্গমঞ্চ ছিল তাঁর প্রাণ। জীবন আর থিয়েটার এক হয়ে গিয়েছিল। তাঁর চরিত্রে অভিনয় করার জন্য পরিচালক রেশমি মিত্র থিয়েটার অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন। বাংলা থিয়েটারের ইতিহাসে শিশিরকুমার ভাদুড়ীর অবদান সম্পর্কে প্রায় সকলেই জানেন। অধ্যাপনা ছেড়ে নাটকের দুনিয়াতে এসে তিনিই প্রথম মঞ্চসজ্জা ও আলোর ব্যবহারের প্রবর্তন করেছিলেন। তবে কর্ম জীবনের মতো তাঁর ব্যক্তিগত জীবনও ছিল যথেষ্ট বর্ণময়। এই ছবিতে থিয়েটার জীবনের পাশাপাশি শিশির ভাদুড়ির বর্ণময় দিক তুলে ধরছেন রেশমি মিত্র।
সম্প্রতি এই ছবির শ্যুটিংয শুরু হয়েছে। ছবিতে সুজন মুখোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী মতো অভিনেত্রীদের। পায়েলকে এখানে কঙ্কাবতীর চরিত্রে আর সুদীপ্তাকে এখানে প্রভাদেবীর ভূমিকায় দেখা যাবে। ছবির মিউজিক পরিচালনা করবেন বিক্রম ঘোষ। সুমন ভট্টাচার্য প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে খুব শীঘ্রই।