শারদ সম্মান যজ্ঞেশ্বর স্মৃতি মন্দির পরিচালনায় ২-র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি

কলকাতার পাশাপাশি দুর্গাপুজোর আয়োজনে পাল্লা দিয়ে পিছিয়ে নেই হাওড়া জেলাও|উত্তর হাওড়ার সালকিয়ার একটি প্রাচীন পুজো সালকিয়া হাওড়ার যজ্ঞেশ্বর স্মৃতি মন্দিরের পরিচালনায় ২-র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমরা পেয়ে  গেছিলাম জিয়োবাংলা শরোদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে|শুনে নিলাম তাদের পুজোর মূল বৈশিষ্ট্য গুলি, জানলাম তাদের পুজো সম্পর্কেও|এই কমিটির পুজোর কাজ শুরু হয়েছে পুজোর প্রায় তিন মাস আগে থেকেই|প্রায় তিন প্রজন্ম ধরে এই পুজো হয়ে আসছে, ক্রমে দায়িত্ব হস্তান্তর হয়েছে|৮৯ বছরের তাদের দীর্ঘদিনের পুজোয় এবছরই তাদের প্রথম থিমের ভাবনা|এত বছরের সাবেকি পুজোয় তারা নিজেদের গড়ে তুলেছেন একটু একটু করে, সেই গল্প শুনলাম সঞ্চালিকা অরনীর সাথে পুজো কমিটির প্রতিনিধিত্বকারী বিপ্লব সামন্ত,সন্দীপ সাহা ও শুভ্র ঘোষালের কথোপকথনে|এবছরে তাদের থিম ‘আলোর খেলায় রঙের মেলায়’ যেখানে আলো , রং ও সুরকেতারা একসাথে বেঁধেছেন| পাড়ার থিম সঙ্গিত তৈরী করেছেন শিল্পী তথা পূজাকমিটির সদস্য সন্দীপ সাহা|প্রতিমাও তৈরী হবে অনন্যভাবে একথাও জানান তাঁরা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...