জিয়ো বাংলার শারদ সম্মান ২০১৮ এর উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিয়তে উপস্থিত হয়েছে শকুন্তলা পার্ক নেতাজি সঙ্ঘ|স্টুডিয়তে এইদিন উপস্থিত ছিলেন কমিটির জয়েন্ট সেক্রেটারি অরিন্দম সরকার ও প্রিতম গুপ্ত এবং এই বছরের থিমমেকার, শিল্পী পাপাই সাঁতরা|ক্লাবটির জন্ম ১৯৬২ সালে, তবে দূর্গা পুজো শুরু হয় ১৯৭৯ থেকে|বিগত ১০ বছর ধরে থিম পুজোয় মেতেছে এই কমিটি, তার আগে সাবেকি পুজোর চল ছিল বলে জানান তাঁরা| এই বছরের থিম হলো ‘ভক্তি ও সাধনা’|অর্থাৎ সেখানে বানানো হচ্ছে একটি মহাদেবের মন্দিরের ন্যায় মন্দির যাঁর ভিতরে মা দুর্গার আরাধনা হবে|এখনে দর্শনার্থীরা যখন আসবেন তাঁরা অনুভব করবেন তাঁরা যেন কোনো পুজো দিতে এসেছেন|শিল্পীর কথায় তাঁরা কোনো নতুন থিমের দিকে না গিয়ে পুরাতন ঐতিহ্য বাহী আরাধনাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই দুর্গোৎসবের মাধ্যমে|গল্প সূত্রে জানা যায়, সেখানে প্রতি বছর গড়ে ২০,০০০ জন দর্শনার্থীর সমাগম ঘটে|
দর্শনার্থীদের সুরক্ষার জন্য সেখানে থাকবে একটি এমার্জেন্সি গেট, অগ্নিনির্বাপক ব্যবস্থা আর প্রতিবন্দী ও বয়স্কদের জন্য থাকছে বিশ্রামের জায়গা| এছাড়াও থাকবে ভিআইপি গেট|প্রতি বছরের ন্যায় থাকছে নানান অনুষ্ঠান, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত চলে নৃত্য, আধুনিক গানের সাথে সাথে বাউল গান ও শিশু দের জন্য ম্যাজিক শো|পঞ্চমীর দিন উদ্বোধনের মাধ্যমে তাঁদের এবছর পুজোর পথ চলা শুরু|জিয়ো বাংলার তরফ থেকে রইলো অনেক শুভেচ্ছা শকুন্তলা পার্ক নেতাজি সঙ্ঘকে|সময় নিয়ে আপনারাও ঘুরে দেখে আসতে পারেন এই পুজো|ক্লাবটি বেহালা শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডের বিপরীত দিকের গলিতে শ্যামসুন্দর পল্লীর মেন রোডের উপর অবস্থিত|