শুধু স্টাইলিং-এর মাধ্যমেই বদলে দেওয়া যায় আপনার পুরঅ লুকটাই! তার জন্য প্রতিবার নতুন আউটফিটের দরকার পড়ে না। যে কোনও ড্রেসে স্টাইল বদলে নিয়ে একেবারে নতুন লুকে চলে আসতে পারেন পার্টি বা অনুষ্ঠানে। সেলফ স্টাইলিং টিপস দিলেন ডিজাইনার অ্যান্ড স্টাইলিস্ট নীল সাহা।
ডিজাইনার অ্যান্ড স্টাইলিস্ট নীল সাহা বলেছেন, যে কোনও পোশাক যখন নির্দিষ্ট একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য কেনা হয় তখন অন্য কোথাও যাওয়ার আগে সেটা পরে গেলে তখন মনে হয় এটা ভালো লাগবে না। কিন্তু আমরা যদি পোশাকটাকে অন্য স্টাইলিং-এ পরলে সেটা ভালো লাগতে পারে। তার জন্য সেই পোশাকের সঙ্গে জুয়েলারি পরা যেতে পারে। বন্ধুদের সঙ্গেও কোনও পার্টি যাওয়া যাবে সেই পোশাক পরে। ফ্যাশন মানে হল ভালো থাকা আর হ্যাপি থাকা। সব সময় এমন পোশাক পরা উচিত যেটা পরে কমর্ফোটেবল থাকা যাবে। অনেকে ভাবেন ত্বকের রং ডাস্কি হলে ব্রাইট পোশাক পরা উচিত। কিন্তু এমনটা নয়, ত্বকের রং ডাস্কি হলে নিয়ন কালার বা অন্য যে কোনও কালারের পোশাক পরলেই তাদের মানাবে। যার যেমন পার্সনালিটি সে তেমন পোশাক পরতে পারবে। কালারের ক্ষেত্রে বহু মানুষের ধারণা পিঙ্ক হল মেয়েদের কালার আর ব্ল্যাক হল ছেলেদের কালার। কিন্তু মহিলা ও পুরুষদের আলাদা কোনও কালার নেই। যার যেটা ইচ্ছা সেটাই পরতে পারেন।
এবার ডিজাইনার অ্যান্ড স্টাইলিস্ট নীল সাহা কিছু স্টাইলিং লুক দেখাতে চলেছেন।
প্রথম লুক, পুরুষদের লেটেস্ট ট্রেন্ড হিসেবে একটি ব্ল্যাক কালারের শাড়ির উপরে পিঙ্ক টি-শার্ট ও তার উপর একটি ব্ল্যাক অ্যান্ড ওয়াইট কালারের ব্লেজার পরা যেতে পারে।
দ্বিতীয় লুকে, মেয়েদের জন্য একটি সাদা গ্ৰাউন দেখানো হয়েছে। এই গ্ৰাউনের সঙ্গে জুয়েলারি পরলে ভালো মানাবে।
তৃতীয় লুকে, একটি মেয়েদের জন্য একটি ড্রেস দেখানো হয়েছে যেটিতে লেদারের উপর উলের কাজ করা হয়েছে।