হেলদি ডায়েট নাকি প্রতিদিনের যত্ন, ত্বক ভাল রাখতে কোন বিষয়টা বেশি জরুরী? ডেইলি স্কিন কেয়ার সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty, Actress)
নেগেটিভ বা ভিলেন চরিত্রে পরিচিতি হলেও মাফিন চক্রবর্তীর কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল সুপার পজেটিভ চরিত্র দিয়ে। টানা বেশ কয়েক বছর ‘পজেটিভ’ থাকার পর কিছুটা নতুন অ্যাডভেঞ্চারের তাগিদে আসেন নেগেটিভ চরিত্র অভিনয়ে। সিরিয়ালের নাম ‘টাপুরটুপুর’। এই সিরিয়াল তাঁকে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল।
সারাদিন শ্যুটিং, মেকআপে ব্যস্ত থাকতে হয়। স্কিনেও তার ছাপও পড়ে। অকপট মাফিন জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে নিজের স্কিন নিয়ে তেমন সচেতন তিনি ছিলেন না। ব্রণ, অয়াকনের সমস্যা খুব ভোগাতো। তাঁর পুরোদস্তুর শুষ্ক ত্বক, কিন্তু তাতে ব্রণর সমস্যায় রেহাই মেলেনি। পরে নিয়মিত যত্ন নিতে শুরু করেন।
তেলমশলা জাতীয় খাবার এড়িয়ে চলা, প্রচুর জল তাঁর ত্বক ভাল রাখার প্রধান রহস্য। মাফিনের মতে ত্বক ভাল রাখতে নিয়মিত এক্সারসাইজ করতেই হবে। শরীর চর্চায় শরীরে রক্ত সংবহন বাড়ে। তাতে ত্বকের তরতাজা ভাব বাড়ে। ত্বক হাইড্রেড রাখতে সপ্তাহে একদিন হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা যেতেই পারে।
রূপচর্চায় ঘরোয়া টোটকার বিরোধী তিনি। আলু, শশা বা অ্যালোভেরা সবার ত্বকে একইভাবে উপযোগী নাও হতে কারে। হিতে বিপরীতের নজিরও আছে।
মেকআপ করার আগে প্রাইমার, সান্সক্রিম আর ময়েশ্চারাইজার মাস্ট। রোদে বাইরে বেরবার সময় তো বটেই, বা
ড়িতে থাকলেও দিনের বেলায় সান্সক্রিম ব্যবহার করা উচিত। শাক-সবজি-ফল-জল- ভাল ত্বকের প্রধান অস্ত্র।