মেডিকেল থ্রিলার ঘরানার গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি 'ডাঃ বক্সী'। ছবির গল্পে 'ডাঃ বক্সী'র চরিত্রে নিয়েই রয়েছে ধোঁয়াশা। রহস্যের কেন্দ্রে থাকা এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও দুর্নীতির ঘটনা কেন্দ্র করেই লেখা হয়েছে ছবির গল্প। তার সঙ্গে মিশেছে সায়েন্স ফিকশন। ছবিতে পলমব্রত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্তকে। ২০ জানুয়ারি ছবি মুক্তি পাবে। তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।
ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে পরিচালক সপ্তাশ্ব নিজের নিয়ে বলেছেন, "কনটেন্টের ইউনিকনেসের দিক থেকে বাংলা ছবি নিজের জায়গা তৈরি করেছে। পুজো সময় ও ক্রিশমাসের সময় বাংলা ছবি সঙ্গে একদিনে হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে দর্শকদের যেটা ভাল লেগেছে সেটা ঠিক দেখছে। তাই মেডিকেল থ্রিলার সায়েন্স ফিকশন দুটো মানুষের ভাল লাগবে। বাঙালি বারবরই সায়েন্স ফিকশনের ভক্ত। কিন্তু অ্যাভতারের মতো ভিএফএক্স করতে পারবে না সেই ভয় এই ধরনের ছবি কেউ বানায় না। তাই এই ছবিতে যা দেখিয়েছি সেটা অবতার-এর মতো না হলেও এমন কিছু হবে না যে মানুষ দেখে হাসবেন।"