মেকআপ প্রতিদিনের সঙ্গী, আপনি জানেন কি এই মেকআপ আপনার ত্বকের কী ক্ষতি করছে? ঘরোয়া উপায়ে কীভাবে যত্ন নেবেন ত্বকের? ত্বকের ধরনের অনুযায়ী মেকআপ নির্বাচন করবেন কীভাবে? টিপস দিলেন অভিনেত্রী ইশু চক্রবর্তী (Eshu Chakraborty, Actress)
ত্বকের উপরিভাগের যত্ন নেওয়া যতটা দরকার, ততটাই দরকার তাকে ভিতর থেকে তাকে সুস্থ রাখা। তার জন্য বেশি করে জল আর ফল খেতে হবে। শাকসবজি খেতে হবে। শরীরের ভিতর যত ভাল থাকবে তত ভাল থাকবে ত্বক।
প্রতিদিন মেকআপ ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় সত্যি কথা কিন্তু মেকআপ করার কিছু পদ্ধতি আছে যা অনেকটাই এই ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। প্রথমেই জানতে হবে নিজের ত্বকের ধরন আর তার চরিত্র। সেই অনুযায়ী মেকআপ ব্যবহার করতে হবে। ব্র্যান্ড দেখে মেকআপ প্রোডাক্ট নেওয়া উচিত। ভাল প্রাইমার নির্বাচন করতে হবে। প্রোডাক্ট কেনার আগে অবশ্যই পরীক্ষা করে দেখে নেওয়া উচিত তা ত্বকের সঙ্গে মিলছে কিনা। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকলে আরও বেশি সচেতন হওয়া উচিত।
প্রতিদিন মেকআপ ব্যবহারে ত্বক যদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে তাহলে সবার প্রথমে একজন ভাল ত্বক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে করতে চাইলে চন্দন বাটা, মসুর ডাল বাটা, লাগানো যেতে পারে।ট্যান তোলার জন্য টমেটোর রস ব্যবহার করা যেতে পারে। ত্বকের পরিচর্যায় কৃত্রিম পণ্যের পরিবর্তে ঘরোয়া টোটকার উপরই বেশি ভরসা করেন ইশু। পাঁচ মিনিটে রেডি হওয়ার জন্য একটা বিবিক্রিম, সিমার, ব্লাসার, কাজল হলেই যথেষ্ট।
মেকআপ রিমুভ করার পর স্কিন কেয়ার করা বেশি জরুরি। রাত্রিবেলা ঘুমতে যাওয়ার আগে মেকআপ রিমুভ করতে হবে। তারপর টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাদের অয়েলি স্কিন তারা জেল ব্যবহার করতে পারেন। এই রুটিন প্রতিদিন মেনে চললে স্কিন অবশ্যই ভাল থাকবে।