'সাতকাহন' এর গল্প দেখাবে সল্টলেক (বি ই) ইস্ট কমিটি

কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো । পুজো ক্রমান্বয়ে এগিয়ে আসছে । হাতে গোনা আর ৪ দিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত সকলেই । সেই ব্যাস্ততার মধ্যে  জিয়ো বাংলা  শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিল 'সল্টলেক ( বি ই )ইস্ট কমিটি' এর যুগ্ম সম্পাদক ও প্রেসিডেন্ট। 'শুধু সূচি এবং সুস্থ রুচি'এই পরিকল্পনা নিয়ে তাদের পথ চলা শুরু। এবারে তাদের থিম 'সাতকাহন'। মা দুর্গার হাতে যে দশটা  অস্ত্র আছে সেই অস্ত্রের কাহিনী তারা তুলে ধরেছেন ৩টি মডেল ও চিত্রকলার মধ্যে দিয়ে। দশটা চিত্রকলা অঙ্কন করছেন আর্ট কলেজের ছাত্র রমেশ ও বাদল। প্রতিমা সজ্জা করছেন কৃষ্ণনগর এর শিল্পী । থিমের পুজো হলেও মা কিন্তু সাবেকি বেসে অর্থাৎ ডাকেরসাজে থাকবেন ।মা দুর্গার দোস্ত অস্ত্রের পৌরাণিক কাহিনী জানতে হলে আপনাদের আসতেই হবে হাটকোর্ট থেকে যেকোনো বাসে করে সল্টলেক ৪নম্বর ট্রাঙ্ক এর পরেই কলিটি স্টপের বিপরীতে  'সল্টলেক (বি ই)ইস্ট কমিটি' পূজমণ্ডপে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...