সরস্বতী পুজোর চোখ টানা সাজ

বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই নতুন জামা-কাপড় পরে স্কুলে-কলেজে গিয়ে অঞ্জলি দেওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা। তাই বাঙালির কাছে এই দিনটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে কম বয়সীদের কাছে সরস্বতী পুজোর উৎসাহ সব সময় আলাদা। এই দিনটা স্পেশ্যাল হলুদ শাড়ি আর পাঞ্জাবির জন্য। সেই ট্রাডিশন আজও বদলায়নি। তবে বিশেষ দিনের সাজ নিয়ে চলতেই থাকে ‘এক্সপেরিমেন্ট’। কীভাবে ভিড়ের মধ্যে আলাদা করে চোখ টেনে নেবে সাজের নতুনত্ব?

সরস্বতী পুজোর স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার অঞ্জন রায়

ফ্যাশন ডিজাইনার অঞ্জন রায় বলেছেন, সরস্বতী পুজোর দিন ঢাকাই জামদানি শাড়ি ও পাঞ্জাবী পরা যেতে পারে। তবে শাড়ি ছাড়াও চুড়িদার বা প্যালাজোর উপর টপ পরলেও খুব ভাল লাগবে। সকালবেলা ভালো মানাবে শাড়ি। সঙ্গে পরা যেতেই পারে লাইট ওয়েট কোনও গয়না। 

সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ির সঙ্গে ফ্লাওয়ার সেটিং ইয়ার রিং পরা যেতে পারে। সঙ্গে মেকআপের জন্য ইয়লো কালার ও এই একই রঙের নেইলপলিশও ব্যবহার করতে পারেন। এই ধরনের লুকে ন্যুড আই মেকআপ ভাল মানাবে। তবে সেক্ষেত্রে লিপ মেকআপে একটু ডার্ক কালার ব্যবহার করা যেতে পারে। 

ছেলেদের ক্ষেত্রে লখনউ চিকেনের কাজ করা অথবা একটু লাইট কালারের পাঞ্জাবী পরতে পারে। তবে শাড়ি  ছাড়াও মেয়েরা লুকে নতুনত্ব আনতে লেহেঙ্গাও বেছে নিতে পারে। তবে হলুদ রঙের লেহেঙ্গা ব্যবহার করতে হবে। লাইট মেকআপ ও লাইট ওয়েট গয়না এর সঙ্গে ভাল মানাবে। ছেলেদের ক্ষেত্রে নতুন লুক আনার জন্য কালো শার্ট ও প্যান্টের উপর বাদামি রঙের ব্লেজার পরা যেতে পারে। সম্পূর্ণ অন্য রকম এই লুক সবার নজর কাড়বে বলাই যায় নিঃসন্দেহে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...