তিনি 'প্রিন্স অফ ক্যালকাটা', ক্রিকেট বিশ্বের 'দাদা'। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন গড়ে তুলেছিলেন তিনি এক লড়াকু দল। আজ পঞ্চাশে পা দিলেন বাঙালির গর্ব ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই বিশেষ দিনে 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ক্যান্সার আক্রান্ত শিশুদের হাতে তুলে দেওয়া হল উপহার ও ফুল। প্রতি বছর এই দিনে হাসপাতালের ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করেন 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বছর তিনি বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাই এবছর শিশুদের হাতে উপহার ও ফুল তুলে দিয়েছেন 'সিএবি'র চেয়ারপার্সন শুভময় দাস।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় একজন লেজেন্ড। শুধুমাত্র বাংলা নয়, দেশের লেজেন্ড। তিনি ক্যান্সার হাসপাতালে আগেও এসেছিলেন। সৌরভদা'র রিপ্রেজেন্টেটিভ হিসেবে 'সিএবি' এবছর হাসপাতালের ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছে। 'সিএবি'র তরফ থেকে পঞ্চাশতম জন্মদিনে সৌরভদাকে শুভেচ্ছা জানানো হল। তিনি বাঙালির আইকন।"