“মৃনময়ী মায়ের চিনময়ী রুপ না দেখলে আমাদের মন ভরে না”

কাশফুলে ভরা মাঠ, জায়গায় জায়গায় ছাতিম ফুলের গন্ধে জানান দিচ্ছে যে মা আসছেন। আর মা কে স্বাগত জানাতে তৈরী প্রতিটি পুজো কমিটি। আর আমরাও তৈরী জিয়ো বাংলা শারদ সম্মান নিয়ে। এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওয়ে উপস্থিত ছিলেন সন্তোসপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির তিনজন সাধারণ সদস্য। উপস্থিত ছিলেন অমিত চৌধুরী, প্রবীর দাসগুপ্ত ও প্রবীর ভৌমিক। গল্পে আড্ডায় মেতে উঠেছিলেন সঞ্চালিকা অরণীর সাথে। ৬৯তম শারদৎসব উপলক্ষে অসমের কামাখ্যা মন্দীরের আদলে তৈরী হচ্ছে তাঁদের পুজো মন্ডপ। আর প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে তৈরী হবে মায়ের মৃনময়ীরুপ। কিন্তু এতবছর পড়েও মাতৃমূর্তীর কোনো পরিবর্তন করা হয়নি কেন? এই প্রশ্নের উত্তরে  ক্লাব সদস্য প্রবীর দাসগুপ্ত মহাশয়ের জানান “মৃনময়ী মায়ের চিনময়ী রুপ না দেখলে আমাদের মন ভরে না”। তাই এই ৬৮ বছর ধরে মায়ের সেই একই রুপ পুজিত হয়ে আসছে। তৃতীয়ার দিন এশিয়ান গেমস ২০১৮-র ব্রীজ প্রতিযোগীতায় স্বর্ণপদক জয়ী তাদের পাড়ার ছেলে প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকারকে সম্বোর্ধনা দিয়ে ২০১৮ শারদৎসবের সুত্রপাত করবে ক্লাব কর্তৃপক্ষ।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...