দেখুন কেমন হল গায়িকা সঞ্চিতা ভট্টাচার্যের বাড়ির সরস্বতী পুজো

প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো করা হয়। মা সরস্বতীর পুজো মানেই সকাল সকাল উঠে পরে স্নান সেরে সুন্দর জামা-কাপড় পরে অঞ্জলি দিতে যাওয়া। এখানেই শেষ নয়, অঞ্জলি দিয়ে স্কুল বা কলেজে গিয়ে পুজোর প্রসাদ খাওয়া। তারপর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা। তাই সরস্বতী পুজো সকল বাঙালির কাছেই খুব প্রিয়। সাধারণ মানুষের মতো সেলিব্রিটিও নিজের বাড়িতে জাঁকজমকভাবে মা সরস্বতীর পুজোর আয়োজন করে। জিয়ো বাংলার প্রতিনিধি সরস্বতী পুজো উপলক্ষে গিয়েছিলেন গায়িকা সঞ্চিতা ভট্টাচার্যের বাড়িতে। সেখানে নিজে হাতেই পুজোর আয়োজন করতে দেখা গিয়েছে সঞ্চিতাকে। এছাড়াও সরস্বতী পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করেছেন জিয়ো বাংলার প্রতিনিধিকে।

তিনি বলেছেন, "জন্মের পর থেকেই তার বাড়িতে সরস্বতী পুজো হয়। তখন মা-বাবা ও তাদের ছাত্র-ছাত্রীরা সকলে এক সঙ্গে এই পুজোর আয়োজন করতেন। তারপর তিনি যখন বড় হয়েছে তখন মা-বাবা সকলের সঙ্গে সরস্বতী পুজো করেছেন। কিন্তু 'লিটিল চ্যাম্পস'-এ যখন শো থাকত তখন সরস্বতী পুজো করা হয়নি। তাছাড়াও প্রতিবছর সরস্বতী পুজো সময় অনেক শো থাকত। কিন্তু যার জন্য গলায় সুর পেয়েছি তার জন্য একটা দিন দেওয়া যেতেই পারে। তাই এবার পুজোর আয়োজন তিনি নিজেই করেছেন।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...