দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে বিখ্যাত একটি পুজো হলো সাহাপুর পঞ্চবটীতলা সম্মিলনী ক্লাব। ১৯৫২ সালে যাত্রা শুরু এই ক্লাবের তখন প্রেসিডেন্ট ছিলেন শ্রী বিশ্বজিৎ গুহ নিয়োগী। বর্তমান প্রেসিডেন্ট শ্রী শক্তিপদ মন্ডল। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের এ প্রাধান্য ছিল এই ক্লাবে ২০১১ সাল থেকে মহিলাদের ও সংযুক্ত করতে শুরু করেন তারা।
পুজো ছাড়াও যেসব সাংস্কিতিক অনুষ্ঠান হয় সেগুলো হলো বসে আঁকো প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, বৃক্ষরোপন এর মতন বহু সামাজিক কাজ করে থাকেনা এই ক্লাবের সদস্যবৃন্দ.
৬৬ তম বর্ষে এই ক্লাবের থিম "মাতৃরূপেণ সংস্থিতা ". এইবারের পুজোর ট্যাগলাইন হলো "উমারূপে নারীত্বের হরণে, দীপশিখা অনির্বাণ"|
প্রতিদিন স্কুল-কলেজ কাজেকর্মে যেতে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয় নারীদের । রেহাই নেই মা কাকিমা দেরও। কদর্য মন সম্মৃদ্ধ এই মানুষগুলোর লালসার শিকার হতে হয় ৮ থেকে ৮০ সমস্ত বয়সের মেয়েদের। এই ক্লাবটি এবার তাদের অপূর্ব চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছেন। তাদের ভাবনায় রয়েছে এই নারীখাদকগণ, যাদের নিঃশ্বাসে কলুষিত হচ্ছে সমাজ তাদের বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিশিখা প্রজ্জ্বলন করার।
ক্লাবটির ঠিকানা- ১১৪, সাহাপুর মাইন্ রোড,কলকাতা-৩৮. অপূর্ব এই চিন্তাধারার সাক্ষী থাকতে সবাইকে পৌঁছে যেতে হবে বেহালা ১৪নং বাস স্ট্যান্ড থেকে রায়নগরের মাঠের সামনে দিয়ে রায় বাহাদুর রোড ধরে হাটা পথে পূজা প্রাঙ্গনে|