সমাজ ওদের ব্রাত্য করে রেখেছে বহুকাল। বহুকাল ওরা বঞ্চিতের দলে। রূপান্তরকামী এবং এল জি বি টি কমিউনিটির মানুষদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টেও আইন পাশ করা হয়েছে। কিন্তু আজও লড়াই- সংগ্রাম তাঁদের জীবনের অঙ্গ। এই সমস্ত মানুষদের অধিকার এবং সামাজিক মর্যাদার বিষয়ে সচেতন করতেই সম্প্রতি 'রোটারি ক্লাব অফ ক্যালকাটা'র উদ্যোগে আয়োজিত হল 'বর্ণালী'। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি প্রর্দশনী মেলাও ছিল মূল অনুষ্ঠানের অঙ্গ। বিভিন্ন শিল্পীরা নিজেদের কাজ সকলের কাছে তুলে ধরেছেন। তাদের তৈরি করা জিনিসগুলি কিনতে পারবেন সকলেই।
এই অনুষ্ঠান নিয়ে 'রোটারি ক্লাব অফ ক্যালকাটা'র সভাপতি ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায় বলেছেন, " গত দুবছর আমার করোনা ভিত্তিক আর আমফান ভিত্তিক নানা কাজ করে কেটেছে। বিভিন্ন জেলায় জেলায় ত্রাণ পৌঁছে দেওয়া। তাদের পাশে দাঁড়ানো। অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া। ভ্যাকসিনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করা। স্পেশাল চাইল্ডের পড়ানো তাদের লার্নিং আর ট্রেনিং মেটারিয়াল দেওয়া। আমফানে অনেকের ইন্টারনেট ব্যবস্থার ক্ষতি হয়েছিল তাদের ইন্টারনেটের ব্যবস্থা করে দেওয়া। এই সব কিছুই রোটারি করেছে। কিন্তু একটা জিনিস নিয়েই আমার কাজ করা হয়নি। সমাজের কিছু মানুষ রয়েছেন যারা আজও এবিলিটি অনুসারে কাজ পাচ্ছেন না। তাদের সমাজে একটা সাইডে করে রেখে দেওয়া হয়েছে। স্ট্রেট, গে, হিজড়া বিভিন্ন নামে তাদের ডাকা হয়। কিন্তু তাদের কমিউনিটি থেকেই আমাদের শ্রেষ্ঠ চিত্র পরিচালক উঠে এসেছেন। এছাড়াও অসাধারণ কিছু গায়ক, আবৃত্তিকার, উকিল, আইনজীবী, ডাক্তার সমস্ত কিছু আমরা পেয়েছি 'এল জি বি টি কিউ' কমিউনিটি থেকে। অথচ কোথায়ও একটা অ্যাকসেপ্টেন্সের একটা অভাব রয়েছে। তাই আমারা রোটারির তরফ থেকে ঠিক করেছিলাম আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। যেখানে 'এল জি বি টি কিউ' কমিউনিটির শ্রেষ্ঠ মানুষদের নিমন্ত্রন করেছি। এখানে তার নিজেদের বক্তব্য সকলের কাছে তুলে ধরেছেন।"