মেকআপ আর্টিস্ট অন্তরা দত্ত নিয়োগী (Antara Dutta Neogi) জানিয়েছেন, গরমকালে সকলের ত্বকেই একটা পরিবর্তন ঘটে। এই সময় ত্বকের যত্ন নেওয়ার জন্য জীবনযাপনের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। গরমকালে সব সময় হালকা জামা কাপড় বা হালকা রঙের জামা কাপড় পরা উচিত। এই সময় শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। তাই বেশি করে জল খেতে হবে, ফল খেতে হবে, বাইরে বেরোলে অবশ্যই সান্সক্রিম ও ছাতা ব্যবহার করতে হবে। তবে সান্সক্রিম ব্যবহার করলে সব সময় ত্বকে যে সান্সক্রিন সুট করে সেটাই ব্যবহার করতে হবে। বেশি সময় বাইরে থাকলে 'এসপিএফ ৫০' রয়েছে এমন সান্সক্রিম ব্যবহার করতে হবে। গরমকালে অনেক সময় সান্সক্রিম উঠে যাওয়ার ভয় থাকে। তাই বাড়ি থেকে বাইরে বেরোনোর প্রায় ১০-২০ মিনিট আগে ত্বকে সান্সক্রিন লাগিয়ে নিতে হবে। তাহলে ঘাম হলেও সান্সক্রিন উঠে যাবে না। ট্যান রিমুভ করার জন্যেও অনেক ঘরোয়া টিপস রয়েছে। যেমন- আলুর রস ত্বকে লাগানো হয় ট্যান রিমুভ করার জন্যে।
মেকআপ শুরুর আগে ত্বক ক্লিন করে নিতে হবে। প্রথমে টোনার ব্যবহার করতে হবে। টোনারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তারপর যতক্ষণ ময়েশ্চারাইজার ত্বকে বসছে ততক্ষণ আই ব্রো কারেকশন করে নিতে হবে। এবার কনসিলারের মাধ্যমে চোখের উপরটা কনসিল করে নিতে হবে। সকালবেলায় লাইট মেকআপই বেশি মানায়। এবার লাইনার ব্যবহার করে চোখের বর্ডার লাইন করে নিতে হবে। লাইনারের পর ত্বকে যে অংশে বেশি ঘাম হয় সেখানে প্রাইমার ব্যবহার করতে হবে। তারপর মিস্ট ব্যবহার করতে হবে ত্বকের উপর। মিস্টের পর ত্বকের দাগ হাইড করার জন্যে কনসিলার ব্যবহার করতে হবে। কনসিলারের পর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ফাউন্ডেশনের পর মাস্কারা ব্যবহার করে নিতে হবে। তারপর মেকআপের উপর সামান্য পাউডার ব্যবহার করতে হবে। এবার কনটোর করে নিতে হবে। কনটোরের পর ব্লাশ ব্যবহার করতে হবে। ব্লাশারের পর ত্বকের হাইলাইট পয়েন্ট গুলোতে হাইলাইট করে নিতে হবে। শেষে লিপস্টিক ব্যবহার করতে হবে।