দর্শকদের সাড়ায় অভিভূত টিম ‘আকরিক’

দর্শকদের সাড়ায় অভিভূত বলছে টিম! ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে এসেছে আইসবার্গ ক্রিয়েশন্স এলএলপি’র প্রথম নিবেদন ‘আকরিক’। ছবির সহপ্রযোজক দীপক পারিক।

কেন ভেঙে গেল বাঙালির পরিবার। কোন সামাজিক প্রেক্ষাপটে ভাঙ্গন ধরল যৌথ যাপনে? ভাবাচ্ছে ‘আকরিক’। ‘আকরিক’ আপনি একা দেখতেই পারেন। কিন্তু মনে পড়বেই বাড়ির কথা। কোন বাড়ি? নিজের বাড়ি। কিংবা যে বাড়ি আপনি ফেলে এসেছেন বহু বছর আগে। সেখানে কত কত মুখ আর মানুষ। দাদু-ঠাকুমা-জ্যাঠা-কাকা-পিসি আরও তুতো সম্পর্ক। লতায়পাতায় জড়িয়ে থাকা মানুষগুলো নিয়েই জীবন কাটত যৌথ ছন্দে-তালে। সেখানে কেউ পর নয়। নেই একা বেঁচে থাকার কষ্টবোধ। এক বাড়ি ভর্তি লোক আর অনেক গলার স্বরে গমগম করত সে বাড়ি। সময়ের টানে যেন হঠাৎ হারিয়ে গেল জীবন থেকে সে বাড়ির গল্পগুলো। এখন ব লে গিয়েছে বেঁচে থাকা। তবু সেই বাড়ি আর ঘিরে থাকা সম্পর্কের চেনা ঘ্রাণ ফিরে আসে। হয়ত ঘুমের ভিতর। হঠাৎ স্মৃতির টানে। এভাবেই ফিরতে হয় শিকড়ের কাছে। ‘আকরিক’ সেই শিকড়ের গল্প বলে। তাই  এ ছবি সপরিবারে দেখার। যৌথ পরিবার, অনু পরিবার, বর্তমানের একক পরিবার- তিন কাঠামোই উঠে এসেছে ছবিতে। 

চেনা দুঃখ চেনা সুখ নিয়ে এই ছবি নস্টালজিয়ার টান বলছেন দর্শকরা। এই ছবির বিষয় বাঙালির পরিবার, সম্পর্কের বাঁধন আর শিকড়ের টান।

ছবির কেন্দ্রে রয়েছে ৭৫ বছরের এক বৃদ্ধ, আর ১০ বছরের এক শিশু। বৃদ্ধের বড় হয়ে ওঠা যৌথ পরিবারে। আর ১০ বছরের বাচ্চা ছেলেটির মা ছাড়া আর কেউ নেই। মা সিঙ্গেল মাদার। সেই ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। আর  ৭৫ বছরের বৃদ্ধ অরুণাভবাবুর ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে অনুরাধা রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ১০ বছরের আকাশের ভূমিকায় মাস্টার অঙ্কন। এছাড়াও আছেন অঙ্গনা বসু। সুদেষ্ণা চক্রবর্তী। অনিন্দ্য সরকার। অভিষেক গঙ্গোপাধ্যায়। জয়শ্রী অধিকারী। সুপ্রতীম রায়। মাস্টার স্বপ্নদীপ অধিকারী।

বৃদ্ধ অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকেন পাহাড়ী শহরে। সেখানে বেড়াতে আসে ছেলেটি। দুই অসমবয়সী মানুষের মধ্যে গড়ে ওঠে মনের টান। সময়, বয়স, প্রজন্মের ভেদ হয়ে যায় গৌণ। 

বহুদিন পর এই ছবি দিয়ে আবার বাংলা ছবিতে ফিরলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ৭৫ বছরের বৃদ্ধের ভূমিকায় তিনি। কিন্তু অভিনয়ের দ্যুতি চোখ কেড়ে নেয়। অনুরাধা রায়ের সঙ্গে তাঁর জুটি ছবির প্রাপ্তি। অনবদ্য ঋতুপর্ণা। মন কেড়েছে। ছবির সংলাপ মনে দাগ রেখে যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...