স্কুল- কলেজের ফেলে আসা দিন সব সময় স্বভাব রঙিন। যতই হাত ছাড়িয়ে যাক না কেন পিছু ডাকবেই। প্রেমে-বন্ধুত্বে সে আবেগের রঙ কখনও ফিকে হয় না। গল্প, আড্ডা, খুনসুটি, মন কষাকষি দেদার হইহই আর বুক ধুকপুক আবেগ। হলুদ খামে বন্দী নস্ট্যালজিয়ার টান। পুরনো সেই দিনের কথা। এবার সেই নস্ট্যালজিয়াকেই ছবিতে প্রাণ দিলেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। তাঁর ছবি 'আবার বছর কুড়ি পরে'তে। এ ছবি বারবার দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে স্কুল-কলেজের ফেলে আসা দিনগুলোতে।
ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। এটি পরিচালকের প্রথম বাংলা ছবি। ছবিতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী দত্ত, অর্পিতা পাল ছাড়াও অনেকে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ছবি নিয়ে দর্শকদের আকর্ষণ বেড়েছে। এই ধরনের গল্প নিয়ে বাংলা ছবি খুব কমই হয়েছে।
ছবির নামে মহীনের ঘোড়াগুলির ছোঁয়া। তারও আগে জেগে আছেন জীবনানন্দ। আবার যেন কোথাও মান্না দের কফিহাউসের গানও মনে পড়ে যাবে। অতীত-বর্তমানের এক্কাদোক্কায় দেখা হয় যায় পাঁচ বন্ধুর। তারপর সে যেন এক অ্যাডভেঞ্চারের কাহিনি। অ্যাডভেঞ্চার হারানো সময়ের সঙ্গে বর্তমানের।
ছবির গল্পে কুড়ি বছর আগের গল্প দেখানো হয়েছে। আসলে স্কুলের পর আর দেখা হয়েনি কয়েক জন বন্ধুর। তারপর কুড়ি বছর পর আবার দেখা করতে চলেছে তারা। ছবির মধ্যে সেটাই দেখিয়েছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। ১৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'আবার বছর কুড়ি পরে'।