সম্পর্ককে মজবুত করতে মেনে চলুন এই টিপস

সম্পর্কে জড়িয়ে পড়া খুব সহজ। কিন্তু সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া বা দীর্ঘস্থায়ী করাটা কঠিন। সম্পর্ক তখনই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যখন দুটি মানুষের মধ্যে মিল থাকবে। মিল না থাকলেও অবশ্যই একে অপরের প্রতি সম্মান থাকাটাও খুব জরুরি। কীভাবে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করবে? টিপস দিলেন সাইকোলজিক্যাল কাউন্সিলর মানি দাস।

সাইকোলজিক্যাল কাউন্সিলর মানি দাস (Mani Das, Psychological Counsellor) বলেছেন, একটি সুস্থ সম্পর্ক দুই ভাবে দেখা যেতে পারে প্রথম, নিজের সঙ্গে সম্পর্কটা কেমন? আর দ্বিতীয়, অন্য জনের সঙ্গে কীভাবে নিজের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আসলে সম্পর্ক হচ্ছে একটা বাগানের মতো। তাই বাগানে যেমন সুন্দর ফুল গাছ ও ফল গাছ দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি, এমন কিছু গাছ দেখা যায় যেগুলো কারুর দরকার নেই। এই গাছগুলো না তুললে বাগান জঙ্গলে পরিণত হবে। একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলেও নিজের খারাপ দিকগুলোকেও বদলানোর চেষ্টা করতে হবে। হঠাৎ একটা মানুষকে দেখে পছন্দ হয় যায়, আবার কিছু দিন পর তাকে আর পছন্দ হয় না। যদি নিজেকে চেনা যায় বা নিজের চাওয়া-পাওয়াগুলোকে জানা যায় তাহলে এমন হবে না। জানতে হবে কেন সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। যে কোনও সম্পর্কের রোম্যান্টিক ফেজ থাকে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত। তাই তাড়াহুড়ো কোনও সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই ভাল।

সম্পর্ক তৈরি হওয়ার প্রথম দিকে একে অপরের কোনও ত্রুটি দেখতে পাবেন না। কিন্তু ধীরে ধীরে সম্পর্ক যখন এগিয়ে নিয়ে যাওয়ার সময় ছোটখাটো ত্রুটিও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় যদি ত্রুটি থাকা সত্ত্বেও মানুষটার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। তাহলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। একটা সম্পর্ক তৈরি হওয়ার পিছনে সময়ের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।

সবচেয়ে বড় কথা একটা সম্পর্কে থাকার সময় একে অপরের সঙ্গে চাওয়া পাওয়া বিষয়টা নিয়ে নজর দিতে হবে। অন্য মানুষের কাছে যখন নিজের দুঃখ সম্পর্কে বলবেন তখন কী সে সেই ঘটনাটা শুনছে? নিজেদের চাওয়া পাওয়া গুলোর মধ্যে মিল থাকাটাও খুব জরুরি। কারণ সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি কাজ করে কিন্তু কমপ্যাটেবিলিটি (compatibility) থাকলে সেই সম্পর্ক অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...