Reiki Healing: রেইকি হিলিং কী? এই পদ্ধতির ধাপগুলি কী কী?

রেইকি হিলিং কী? এই হিলিং পদ্ধতির ধাপগুলি কী কী? কোন কোন রোগের উপশম সম্ভব? বিস্তারিত জানালেন সাইকোলজিক্যাল কাউন্সেলর ও রেইকি হিলার খুরশিদ নওয়াজ মণ্ডল (Kshursid Nawaz Mandal, Psychological Counsellor & Reiki Healer)

 

হাইলাইটসঃ
১। রেইকি হিলিং কী?
২। এই হিলিং পদ্ধতির ধাপগুলি কী কী?
৩। এই হিলিং পদ্ধতিতে কোন কোন রোগমুক্তি সম্ভব?


রেইকি হিলিং কী?

রেইকি হল একটি Universal power। এটিকে রেইকি চ্যানেলের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করা হয়। এর ফলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয়।

এই হিলিং পদ্ধতির ধাপগুলি কী কী?

আমাদের শরীরে ২৪ টি পয়েন্ট রয়েছে। শরীরের অগ্রভাগে ১৭ টি পয়েন্ট ও পশ্চাদভাগে ৭ টি পয়েন্ট রয়েছে।

এই হিলিং পদ্ধতিতে প্রথমেই শরীরের প্রতিটি পয়েন্টে রেইকি দেওয়া হয়। ২ থেকে ৩ মিনিট এই রেইকি প্রয়োগ করা হয়। প্রাথমিকভাবে একটানা ২১ দিন ধরে রেইকি দেওয়া হয়। এরপর শরীরের সমস্যাকে চিহ্নিত করে সেই পয়েন্টে রেইকি দেওয়া হয়।

এই রেইকি একটি Universal power। সেই কারণে এই হিলিং পদ্ধতিতে কোনো যন্ত্রের ব্যবহার করা হয়না।

এই হিলিং পদ্ধতিতে কোন কোন রোগমুক্তি সম্ভব?

১। জ্বর
২। মাথাব্যাথা
৩। ডায়বেটিস
৪। ক্যানসার ইত্যাদি

এই হিলিং পদ্ধতিকে সম্পূর্ণভাবে রোগ নিরাময় সম্ভব?

এই পদ্ধতিতে রোগ নিরাময় সম্ভব। কিন্তু এই হিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রোগীকে শরীরের যত্ন নিতে হবে। এক্ষেত্রে সুস্থ জীবনযাপন খুব জরুরি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...