মাতৃ দিবসে অনুষ্ঠিত হল 'রত্নমাতৃকা সম্মান'

মাতৃ দিবস উদযাপন করতে সম্প্রতি 'জ্ঞান মঞ্চ'-এ অনুষ্ঠিত হল 'রত্নমাতৃকা সম্মান'। দক্ষিণ হাওড়া মুক্তধারা ও দুর্বার মহিলা সমন্বয়-এর উদ্যোগে। সমাজের রূপান্তরকামী ও যৌনকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রূপান্তরকামী ও যৌনকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়, গায়িকা লাজবন্তী রায়, অভিনেত্রী শ্রুতি দাস, মুনমুন মুখোপাধ্যায়, অভিনেত্রী মুনমুন সেন, যৌনকর্মী অপরাজিতা চৌধুরী, রূপান্তরকামী আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ ও 'বঙ্গনারী বুটিক'-এর কর্ণধার মৌমিতা সাহা। সমাজের বিভিন্ন স্তরের ৩০ জন রত্নগর্ভার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটির মূল ভাবনায় আইনজীবী ও মুক্তধারার সদস্য মেঘ সায়ন্তনী ঘোষ, এছাড়াও এই প্রয়াসকে বাস্তবায়ন করতে এগিয়ে এসেছিল 'দুর্বার মহিলা সমন্বয়'। সমাজের সকল মায়েদের সম্মান জানানোর এই প্রয়াসের প্রশংসা করেছেন মেঘ সায়ন্তনী ঘোষ। 'বঙ্গনারী বুটিক'-এর কর্ণধার মৌমিতা সাহা চেয়েছেন এই অনুষ্ঠান প্রত্যেক বছর উদযাপন করা হোক। তিনি এই অনুষ্ঠানের পাশে থাকার বার্তা দিয়েছেন।

অন্যদিকে অভিনেত্রী মুনমুন সেনের কথায় উঠে এসেছে তার মা সুচিত্রা সেনের নাম। এই ধরনের কর্মসূচির জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...