রথের মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ছোটবেলার অনেক স্মৃতি। মেলা মানেই খাবার-দাবার, নতুন নতুন জিনিসপত্র। তাই এবছর রথের মেলা উপলক্ষে একটি প্রর্দশনী মেলার আয়োজন করেছে 'অমৃতাস বুটিক'। মেলার নাম 'রথের মেলায় রমনী হাট'। নতুন নতুন শিল্পীদের কাজ সকলের সামনে তুলে ধরতেই এই প্রর্দশনী মেলার আয়োজন করা হয়েছে। ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বেহালা সখের বাজারের বড়িশা ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠান চলবে। শাড়ি, গয়না ছাড়াও বিভিন্ন ধরনের জিনিসের স্টোর দেখা মিলবে এখানে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন 'অমৃতাস বুটিক'-এর কর্ণধার অমৃতা বসু।
প্রর্দশনী অনুষ্ঠান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন অমৃতা বসু। এই অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেছেন, "ভীষণ ভালো লাগছে যে সবাই খুব সাপোর্ট করেছে। অনেক অসুবিধার মধ্যেও সবাই আমার পাশে দাঁড়িয়েছেন। যারা জিনিসপত্র কিনতে এসেছেন তারাও খুশি হয়েছেন। বেহালাতে এতো বড় অনুষ্ঠান আগে হয়নি।"
আগামী ২৬ জুন পর্যন্ত চলবে এই প্রর্দশনী মেলা তাই আগে একবার আসা যেতেই পারে