বেলপাহারী ছাড়িয়ে একটি প্রত্যন্ত গ্রাম হলো রাঙামাটি| শীতের আমেজের সাথে আনন্দ উৎসব যখন মিশেছে শহরের বুকে তখন জিয়ো বাংলার ক্যামেরা চলে গিয়েছিল সেই বেলপাহারীতে যেখানে নিম্নশ্রেনীর কিছু মানুষ কে তুলে দেওয়া হচ্ছিল শীত বস্ত্র ও কম্বল| লালমাটিতে ঢাকা এই জায়গা আর সবুজ ঘাসের আবরণে মোড়া এখানকার পাহাড় দেখলে চোখ যেন জুড়িয়ে যায়ে| সেখানে জিয়ো বাংলার প্রতিনিধি অন্বেষার সাথে শিবপুর সৃষ্টি এই সামাজিক প্রয়াসে সামিল হয়েছিল কারণ তারাই এই সব্বোর জাতির মানুষগুলোকে শীতের কম্বল তুলে দিয়ে তাদের রাতের ঘুমে উষ্ণতা আনে| তারই কিছু মুহূর্ত ধরা পড়েছে জিয়ো বাংলার ক্যামেরায়|