জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে সঞ্চালিকা মনীষার সাথে পুজোর আড্ডা দিতে উপস্থিত ছিল জিয়ো বাংলার ষ্টুডিওতে রামগড় থেকে রায়পুর ক্লাব| ছিলেন এই পুজো কমিটির প্রতিনিধিত্বকারী সদস্যরা, ছিলেন ক্লাবের সদস্য সাগ্নিক ঘোষ, শুভব্রত রায়চৌধুরী| জানালেন তাদের পুজোর অনেক কথা| তাদের এই পুজো বহুপুরানো, তাদের দীর্ঘ ৬৯ বছরের এই পুজোয় তারা প্রথমে সাবেকি পুজো করলেও তার থিমের রুপায়ন করে আসছেন ২০০৬ সাল থেকেই| তাদের এ বছরের থিম 'আমার দূর্গা' একটি কবিতাকে কেন্দ্র করেই| যেখানে সমাজের সবিস্তরের নারীদের ভূমিকাকেই তারা তুলে ধরেছেন তাদের মন্ডপে| কিভাবে মহিলারা ঘরে বাইরে সামলে সেভাবেই তারা মন্ডপের শিল্পকে ফুটিয়ে তুলেছেন | থিমের সাথে সামঞ্জস্য রেখেই তাদের প্রতিমা তৈরী হচ্ছে| এছাড়াও এই পুজোর সব কিছুতেই যে মহিলারা যুক্ত থাকেন নিবিড় ভাবে সেকথাও বলেন তারা| কাজেই এক অনন্য বার্তা যদি মন্ডপ সজ্জায় দেখতে চান তাহলে এই পুজো মন্ডপে আপনাকে যেতেই হবে। গড়িয়ামুখী যেকোনো বাসে রামগড় স্টপেজে নেমে অথবা মেট্রোতে কবি নজরুল অথবা গীতাঞ্জলি স্টেশনে নেমে রামগড়গামী যেকোনো বাসে আপনি পৌঁছাতে পারবেন এই পূজা মন্ডপে|