ষাট বছর আগে মানে ১৯৬২ সালের ১১ মে মুক্তি পেয়েছিল বাংলা সিনেমার কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ছবি 'কাঞ্চনজঙ্ঘা'। এবার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা সিনেমার দর্শকদের আবার নতুন ছবি উপহার দিতে চলেছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নামের সঙ্গে সত্যজিৎ রায়ের ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’র মিল রয়েছে। কিন্তু সম্পূর্ণ আলাদা একটি গল্পের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন রাজর্ষি দে। পরিচালকের এই ছবির নাম 'আবার কাঞ্চনজঙ্ঘা'। ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল, অরুণোদয় বন্দোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেতাদের।
সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। একটি বাঙালি পরিবারের গল্প নিয়ে ছবি। দার্জিলিংয়ের পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন ঐ পরিবারের সদস্যরা। এই বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছেন জগদীশ তামাং ও তার মেয়ে সুরিটা। সব ঝামেলা ভুলে কীভাবে ভাই-বোন ও পরিবারের সব সদস্যদের মধ্যে আবার সুসম্পর্ক গড়ে ওঠে সেই দৃশ্য দেখা যাবে এই ছবিতে।
১ মার্চ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা।