নেক লাইনের সঙ্গে মিলিয়ে সঠিক জুয়েলারি' বাছবেন কীভাবে?

ছোট হাউস পার্টি হোক অথবা যে কোনও পার্টি গেট-টুগেদার হোক না কেন ‘গয়না কী পরব’ এই প্রশ্নটা মাথায় আসবেই। এথেনিক-ট্র্যাডিশনাল হলে সমস্যা অতটা হয় না, কিন্তু ইন্দো-ওয়েস্টার্ন হলে ?একটু থমকাতে হয়। আবার অনেক সময় ভারী গয়না পরতে ইচ্ছে করে না। সব মিলিয়ে গয়নার সাজ নিয়ে কনফিউশন থেকেই যায়।  নেক লাইনের সঙ্গে মিলিয়ে সঠিক জুয়েলারি' বাছবেন কীভাবে, টিপস দিলেন ‘তিলোত্তমা’র কর্ত্রী দোলন নিয়োগী (Dolan Neogi)  

দোলন নিয়োগীর মতে, সোনার গয়নার জায়গা অনেকটাই নিয়েছে অন্য ধাতুর গয়না। সেখানে ভারী থেকে হালকা সব ধরনের ট্রেন্ড চলছে। চলছে ডিজাইন নিয়ে নানারকম পরীক্ষানিরিক্ষাও। যেমন হালকা ধরনের মঙ্গল সূত্র জিন্স, স্কার্টের মতো পোশাকের সঙ্গেও স্বচ্ছন্দে পরা যেতে পারে। সালোয়ার-কামিজ, কুর্তির সঙ্গেও। চুড়ি-ঝুমকোর মতো গয়না ভাল লাগে সালোয়ার-কামিজের সঙ্গে। আবার শাড়ি পরলেই যে ভারী গয়না পরতে হবে এমন ধারণাও বদলেছে। চওড়া নেকপিসের সঙ্গে কানে ছোট্ট একটা কানের দুল আবার শুধু গর্জাস শাড়ির সঙ্গে কানে শুধু ঝুমকো এমনই ট্রাই করা যাতে পারে। তবে যেভাবেই সাজ হোক না কেন সাজের ক্ষেত্রে আরামটাই শেষ কথা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...