পডকাস্ট আর অডিয়ো স্টোরি জন্য আজ সকলেই শোনেন। এই অডিয়ো মাধ্যমে কাজ করার জন্য সবচেয়ে জরুরি নিজের কন্ঠস্বর আরও আকর্ষণীয় করে তোলা। কন্ঠস্বর ও ভয়েস মডিউলেশন ঠিক থাকলে শ্রোতারা কথা শুনবেই। কিন্তু কীভাবে নিজের কন্ঠস্বর আরও আকর্ষণীয় করে তুলবেন? টিপস দিলেন অভিনেত্রী ও বাচিক শিল্পী সুতপা বন্দোপাধ্যায়।
অভিনেত্রী ও বাচিক শিল্পী সুতপা বন্দোপাধ্যায় বলেছেন, যারা ক্যামেরার সামনে সঞ্চালনা করেন তাদের বাহ্যিক সৌন্দর্য ধরে রাখলেই চলবে না। তার সঙ্গে কন্ঠস্বর বা কথা বলার ধরনটা ঠিক করতে হবে। ভয়েস আর্টিস্ট বা বাচিক শিল্পীরা সকালে উঠে রেওয়াজ করলে তো ভালই। এছাড়াও আর্টিফিশিয়াল ভয়েসে কথা না বলে অন্তর থেকে কথা বলতে হবে। তাহলে মানুষ ঠিক শুনবে। ভয়েস মডিউলেশন করার জন্য আগে কবিতা বা গল্পের মানেটা বুঝতে হবে। তাহলে শ্রোতাদের বোঝাতে হবে।
সঞ্চালনার সময়েও নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য কথার উচ্চারণ ঠিক রাখতে হবে। স্প্রিপ্টটা আত্মস্থ করা জরুরি। তার জন্য বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও মানুষের সামনে কথা বলার জন্য অনেক শব্দ জানতে হবে। তাহলে কথা বলতে পারবে। আসলে ভাল করে কথা বলা জীবনে অত্যন্ত প্রয়োজন।