স্যার্ভিকাল ক্যান্সার এড়িয়ে চলার উপায় কী?

মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্যার্ভিকাল ক্যান্সার। জরায়ুর নীচের স্যার্ভিক্সে এই ধরনের ক্যান্সার হয়ে। জরায়ুর ক্যান্সারের মতো স্যার্ভিকাল ক্যান্সার হয় ভাইরাস জনিত কারণে। মহিলাদের স্যার্ভিকাল ক্যান্সার কেন হয়? এই রোগ এড়িয়ে চলার উপায় কী?

এই বিষয়ে নিয়ে বিশদে জানিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ মানস চক্রবর্তী

ডাঃ মানস চক্রবর্তী বলেছেন, বর্তমানে মহিলাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা খুব দ্রুত গতিতে বাড়ছে। আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় স্যার্ভিকাল ক্যান্সার। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ও আফ্রিকার বহু দেশে প্রায় মহামারী রূপ ধারণ করেছে এই স্যার্ভিকাল ক্যান্সার। জরায়ুর নীচের দিকে স্যার্ভিক্স উপর স্যার্ভিকাল ক্যান্সার দেয়। যেহেতু এই ক্যান্সারে মৃত্যুর হার অনেক বেশি তাই সময় থাকতে সচেতন হতে হবে। 

স্যার্ভিকাল ক্যান্সার হয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে। তবে এই ক্যান্সার আটকাতে একটি ভ্যাকসিন ব্যবহার করা হয়। মহিলারা যদি কম বয়েসেই ঐ ভ্যাকসিন নিয়ে নেন। তাহলে স্যার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা‌ অনেকটাই কমে যায়। এছাড়াও সুস্থ মহিলা যদি ২ মাস অন্তর প্যাস্পমিয়ার করান তাহলে স্যার্ভিকাল ক্যান্সার হওয়া সম্ভবনা কমে যায়।

জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে উপসর্গ আছে। অনেক সময় মাসিকের পরে বা আগে রক্তক্ষরণ হতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার দেখা দিলে এই সমস্যা দিতে পারে। তবে জরায়ু ক্যান্সার দেখা দিলে অবশ্যই রোগটি নির্ণয় করতে হবে সময় মতো। অন্যদিকে ওভারির সমস্যা দেখা দিলে অনেক সময় পেটে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সময় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই প্রত্যেক দিন শরীরচর্চা করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...