রঙ থেকে ত্বকের কী সমস্যা হয়?

রঙের উৎসব আর রঙ খেলা হবে না সেটা হয় না। তবে এই রঙ মানুষের ত্বকের সংস্পর্শে আসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কারণ হোলি উৎসবে যে রঙ ব্যবহার করা হয় তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অ্যাসিড জাতীয় পদার্থ। যে সব রঙের মান খারাপ সেইগুলি থেকেই ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং রঙের উৎসবে কী ধরনের রঙ ব্যবহার করা উচিত? রঙে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়?

এই সকল প্রশ্নের উত্তর দেবেন চিকিৎসক ডাঃ নীলেন্দু শর্মা

চিকিৎসক ডাঃ নীলেন্দু শর্মার মতে, রঙ উৎসব আনন্দের উৎসব। কিন্তু এই উৎসবে আমরা যে রঙ ব্যবহার করি সেই রঙের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকে। এখন যে ধরনের রঙ ব্যবহার করা হয় হোলির সময় তার মান খুবই খারাপ। অ্যাসিড ও অন্যান্য কেমিক্যাল জাতীয় পদার্থ মানুষের ত্বকের সংস্পর্শে আসলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই রঙ খেলার পর ত্বক জ্বলে যাওয়া, এলার্জি, ত্বকের রঙ বদলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

রঙের কেমিক্যালের হাত থেকে ত্বককে বাঁচাতে হলে অবশ্যই ভালো মানের রঙ ব্যবহার করতে হবে। সব সময় এমন রঙ ব্যবহার করতে হবে যা খুব সহজেই উঠে যাবে। এছাড়াও রঙ খেলার আগে নারকেল তেল বা অন্য কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ত্বকে। এই পদ্ধতি মেনে চললে রঙ ত্বকে লাগলেও খুব সহজেই উঠে যাবে।

কিন্তু ত্বকে রঙ খেলার পর কোনও সমস্যা দেখা দেয়। তাহলে অবশ্যই তার চিকিৎসা করা উচিত। একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...